টপ পোষ্ট

চারতলা থেকে পড়ছে শিশু, যেভাবে বাঁচালেন মা (ভিডিওসহ)

0

চারতলা ভবনের ব্যালকনি থেকে পড়ে যাচ্ছিল এক শিশু। এমন অবস্থায় দৌঁড়ে গিয়ে তাকে উদ্ধার করেন মা। সিসিটিভি ক্যামেরায় রুদ্ধশ্বাস মুহূর্তটি ধরা পড়েছে । এ ঘটনা বুধবার কলম্বিয়ার মেডেলিনে ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। 

সিসিটিভি ফুটেজের ভিডিওতে দেখা গেছে, মা ও তার ছোট্ট কোলের সন্তান লিফট থেকে বেরিয়ে অন্য একটি জায়গায় প্রবেশ করছেন।  এক পর্যায়ে সন্তানকে পাশে রেখে মা মোবাইলে কিছু দেখচ্ছিলেন। এমন পরিস্থিতিতে ছোট্ট শিশুটি হাঁটু গেড়ে বসে কিছু দেখার চেষ্টা করছিল। সামনেই সিঁড়ি। পা ফসকে গিয়ে সোজা সিঁড়ি দিয়ে চারতলা থেকে নিচে পড়ে যাওয়ার উপক্রম হল শিশুটির।

সাথে-সাথেই মা ঝাঁপিয়ে পড়ে ধরে নিলেন শিশুটির পায়ের পাতা। নিচে পড়ে যাওয়ার বদলে ওপরে উঠে এলো শিশুটি।  বাচ্চাটি  ভীষণ ভয় পেয়ে গিয়েছিল।

মা তাৎক্ষণিক ঝাঁপিয়ে পড়ে না  ধরলে চারতলা থেকে নিচে পড়ে যেত শিশুটি।

এদিকে, ওপরে থাকা নিরাপত্তাকর্মী ভেবেছিলেন শিশুটি নিচে পড়ে গেছে। তাই দৌঁড়ে নিচে নামছিলেন তিনি।

জানা গেছে, ভিডিওটি কয়েক হাজারবার শেয়ার হয়েছে। সবাই মায়ের বুদ্ধিমত্তা এবং সাহসিকতার প্রশংসা করেছেন। আবাসনে রেলিং না থাকার সমালোচনাও করেছেন অনেকে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন