টপ পোষ্ট

কাশ্মীরে হামলা হলেই যুদ্ধ: ইমরান

0

পাকিস্তান অধিকৃত
কাশ্মীরে ভারতের পক্ষ থেকে কোনো প্রকার হামলা তার উত্তর যুদ্ধের মাধ্যমে দেওয়া হবে
বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

পাক অধিকৃত কাশ্মীরের
রাজধানী মুজফ্ফরাবাদে আইনসভায় বুধবার তিনি এ মন্তব্য করেন।

এ বিশেষ অধিবেশনে
তিনি বলেন, ‘ভারত সামরিক অভিযান চালিয়ে কাশ্মীরের এই অংশ দখল করার পরিকল্পনা করছে।’

পাক প্রধানমন্ত্রী
বলেন, ‘‘শুধু কাশ্মীরে না থেমে তাদের লক্ষ্য পাকিস্তান দখল! ভারতের প্রধানমন্ত্রীর
প্রতি আমার বার্তা—
তোমরা এগোলে ভুল করবে। কারণ তোমাদের প্রতিটা ইটের জবাব আমরা পাথরে দেব। শেষ পর্যন্ত
লড়াই চালিয়ে যাব!’’

পাক অধিকৃত কাশ্মীরের
আইনসভার বিশেষ অধিবেশন ইমরান বলেন, ‘‘জাতিংঘের নিরাপত্তা পরিষদের কাছে আবেদন জানাচ্ছি,
কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনার জন্য এখনই বিশেষ অধিবেশন ডাকা হোক!’’

ইমরান দাবি করেন— ‘‘৩৭০ অনুচ্ছেদ
বাতিল করে কাশ্মীরের বিশেষ অধিকার কেড়ে নেওয়াটা মোদির কৌশলগত কেলেঙ্কারি। শেষ তাসটি
আগেই খেলে ফেলেছেন মোদি। কাশ্মীর সমস্যাকে এত দিন আন্তর্জাতিক মঞ্চ থেকে আড়ালে রাখার
চেষ্টা করে এসেছে দিল্লি।’

সেনাপ্রধান কামার
জাভেদ বাজ়ওয়ার এক বিবৃতিতে বলেন,— ‘১৯৪৭-এর একটি কাগজের টুকরোয় (রাজা হরি সিংহের সঙ্গে
দিল্লির চুক্তি) কাশ্মীরের বাস্তবতা বদলে যায়নি, এখনকার পদক্ষেপেও বদলাবে না, ভবিষ্যতেও
নয়। কাশ্মীর নিয়ে সমঝোতার জায়গা নেই।’

ইমরানের থেকে
এগিয়ে থাকতে সোমবার মুজফ্ফরাবাদে ঈদ পালন করেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল
ভুট্টো। ইমরান কাশ্মীর সমস্যাকে যথোচিত গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

বেনজির ভুট্টোর
ছেলে বলেন, ‘‘অন্য সব বিষয়ে মতভেদ থাকলেও কাশ্মীর নিয়ে আমরা সরকারের পাশে আছি, দরকারে
যৌথ বিবৃতিও প্রকাশ করব।’’

পাকিস্তানের স্বাধীনতা
দিবসে বিরোধী নেতারাও ‘নির্যাতিত কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর’ ডাক দিলেন।

তথ্যসূত্র: আনন্দবাজার

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন