টপ পোষ্ট

গোপালগঞ্জে নিহতের ৪ জনই একই পরিবারের, শোকে পাথর স্বজনরা

0

ঢাকা-বরিশাল মহাসড়কে গোপালগঞ্জ জেলার মকসুদপুরের ছাগলছিড়া এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জনের মধ্যে ৪ জনই কালকিনি উপজেলার একই পরিবারের। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের ছাগলছিড়া এলাকায় বুধবার সকাল ১১টায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও ৩ জন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

নিহত ৪ জনের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামে। তারা একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন সাইদুর রহমানের স্ত্রী কাজী সালমা আক্তার (৫৮),মাসুদুর রহমানের স্ত্রী কাজী আসমা বেগম (৫৬),আবদুল হামিদের স্ত্রী নাছিমা বেগম (৬২), হুমায়ুন কাজির স্ত্রী কোমল বেগম (৭২) ও মাইক্রোবাস চালক আলমগীর হোসেন।

এ ঘটনায় আহতরা হলেন মৃত কাজি আবদুল হামিদের ছেলে হুমায়ূন কাজী, খায়রুল আলম কাজি এবং কাজী নাজমা বেগম।

হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। এদের ভেতর নিহত তিনজন সম্পর্কে বোন ও একজন তাদের ভাবী। তারা সবাই ঢাকা হতে নিজ এলাকায় আসছিলেন।

তাদের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনেরা শোকে পাথর। নিহত তিন বোনের মাঝে দুই জনের লাশ ও ভাবীর লাশ কালকিনিতে আনা হবে। নিহত আরেক বোনের লাশ তার শ্বশুরবাড়ি গোপালগঞ্জে নেয়া হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

শেয়ার করুণ

Comments are closed.