টপ পোষ্ট

‘অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার’ এবার বলিউডে?

0

সাত সমুদ্র পাড় করে অ্যাভেঞ্জারস হিরোরা এবার বলিউডে। না না কোনও সিনেমা তৈরি হচ্ছে না। তবে পোস্টার রিলিজ করে গিয়েছে! যা দেখে আনন্দে আধখানা নব্বইয়ের সিনেপ্রেমীরা।

‘অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার’ মার্বেল ফ্যানেদের কাছে সেরা সুপারহিরো মুভি৷ এই সিনেমা নিয়ে উন্মাদনার শেষ নেই। সেই উত্তেজনা থেকে ভারতের এক কার্টুনিস্ট বানিয়ে ফেলেছেন ‘অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার’-এর পোস্টারের এক চিত্র। যেখানে তিনি বদলে দিয়েছে সুপারহিরোদের মুখ। হলিউড নয়, বলিউড তারকারাই তাঁর ছবির সুপারহিরো। সদ্য তৈরি এই ছবিই এখন সাইবারদুনিয়ার আনাচে কানাচে ঘুরে ফিরছে৷

গোটাটই আঁকাটাই কার্টুনের স্টাইলে৷ যেখানে রয়েছে নম্বইয়ের দশকের ঝলক। যেমন ‘থানোস’র ভূমিকায় দেখা যাচ্ছে বলিউডের মোগ্যাম্ব অমরিশ পুরিকে। ‘হাল্ক’ ওয়ান আ্যন্ড অনলি সানি দেওল, জিসকে পাস হেয় ‘ঢাই কিলো কা হাত’। আর টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম জ্যাকি শ্রফকে রাখা হয়েছে ‘ক্যাপ্টেন আমেরিকা’র বেশে৷ এভারগ্রীন রেখা রয়েছে ‘ব্ল্যাক উইডো’র ক্যারেক্টারে৷

অন্যদিকে ‘ব্ল্যাক প্যান্থার’র চরিত্রটিতে সাজানো হয়েছে অজয় দেবগণকে৷ ‘আয়রন ম্যান’ হিসেবে অনিল কাপুর মন্দ নয়৷ লম্বা চেহারা সঙ্গে বড় চুলে টিনসেলের পার্ফেক্ট ‘থর’ সঞ্জয় দত্ত। বাদ যাননি নাসিরুদ্দিন সাহেবও। তিনি এই পোস্টারের ‘ডক্টর স্ট্রেঞ্জ’র।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন