টপ পোষ্ট

অভ্যাসটা ছাড়তে পারেননি ওয়ার্নার!

0

ক্রিকেট থেকে এক বছর দূরে থাকতে হবে। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়; সব ধরণের ক্রিকেটে এক বছর খেলতে পারবেন না সাবেক অজি সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং কেলেঙ্কারি শুধু তার মুখে কালিমাই লেপন করেনি; ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলে দিয়েছে। কিন্তু জোচ্চুরি যতই করুন না কেন, ওয়ার্নারের সব ভালোবাসা তো ক্রিকেট নিয়েই। তাই অভ্যাসটা ছাড়তে পারেননি।

দুই সন্তান আইভি ও ইন্ডিকে নাচের স্কুলে নিয়ে যাওয়ার পথে এবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন একসময়ের বিধ্বংসী এই ওপেনার। ওই সময়ই পথচলার এক মুহূর্তে অদৃশ্য ব্যাট হাতে বাতাসে ক্রিকেট খেলতে (শ্যাডো করা) দেখা গেছে ওয়ার্নারকে। ছবিদুটি ডেইলি মেইলে প্রকাশিত হওয়া মাত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়। ক্রিকেটপ্রেমীরা মন্তব্য করছেন, একবছর ক্রিকেট ছেড়ে থাকতে ভীষণ কষ্ট হবে ওয়ার্নারের।

এর আগে ওয়ার্নারের নির্মাণ শ্রমিকের কাজের ছবি ভাইরাল হয়েছিল। নিষেধাজ্ঞার সময়ে নিজের স্বপ্নের বাড়ি নির্মাণে নিজেই মিস্ত্রী হিসেবে কাজে নেমেছেন ওয়ার্নার। ছবিগুলো তার স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নারই প্রকাশ করেছিলেন। ২২ গজ মাতানো ডেভিড ওয়ার্নার এখন পুরোপুরি সংসারী। নিজের ভুল হয়তো বুঝতে পেরেছেন। তাই তাদের সাজা বেশি হয়েছে নাকি ঠিকই আছে তা নিয়ে বিতর্ক চলছেই।

ডেভিড ওয়ার্নার এখন বাড়ি তৈরির শ্রমিক

মাসখানেক আগেও তাঁর গায়ে ছিল অস্ট্রেলিয়ার টেস্ট দলের সাদা জার্সি আর মাথা হেলমেট। কিন্তু ক্ষণিকের ভুলে আজ তাঁর পরনে কালো গেঞ্জি ও মাথায় কনস্ট্রাকশন শ্রমিকের হেলমেট। এখন তার হাতে থাকার কথা ছিল ব্যাট।কিন্তু রয়েছে ড্রিল মেশিন। বল-বিকৃতি কাণ্ডে ক্রিকেট ক্যারিয়ারের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ডেভিড ওয়ার্নার। আন্তর্জান্তিক ক্রিকেট থেকে ১২ মাসের নির্বাসনের শুরুতেই অন্য কাজে ব্যস্ত অজি ওপেনার। তাই নিজেকে ব্যস্ত রাখতে অন্য উপায় খুঁজে নিয়েছেন, হয়েছেন শখের নির্মাণ শ্রমিক! নিজের বাড়ি তৈরির কাজে নেমে পড়লেন তিনি৷

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ইনস্টাগ্রামে ওয়ার্নারের নতুন ‘চাকরি’র কথাটা জানিয়েছেন ক্যান্ডিস ওয়ার্নার। ক্যান্ডিসের সেই ছবিটিতে দেখা যাচ্ছে, সিডনির সমুদ্রতীরবর্তী একটি ম্যানশনে ড্রিল নিয়ে কাজ করছেন ওয়ার্নার। প্রকল্প পরিচালক ও তারকা শিক্ষানবিশ—পুরোপুরি ভিন্ন অর্থের ট্যাগ হ্যাটে লাগিয়ে ওয়ার্নারও বুঝিয়ে দিয়েছেন, ক্রিকেটবিহীন সময়টা ভালোই কাটছে তার।

সিডনির মারোব্রায় নিজের বাড়ি তৈরির প্রোজেক্ট ম্যানেজার হিসেবে কাজে লেগে পড়েন ওয়ার্নার। রাজমিস্ত্রীর সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করতে দেখা গেল নির্বাসিত অজি ওপেনারকে। ২০১৫ ডিসেম্বরে সিডনি মারোব্রায় ৪০ লক্ষ ডলার দিয়ে বিচের ধারে ৯০০ স্কোয়ার ফুটের একটি সম্পত্তি কিনেছিলেন।হঠাৎ পাওয়া অবসর সময়টা তাই স্বপ্নের বাড়ি বানাতে ব্যয় করছেন ওয়ার্নার। তাঁকে উৎসাহ দিতে পুরো পরিবারই অবশ্য হাজির হয়েছিল কাল। ইনস্টাগ্রামেই আরেকটি ছবি দিয়েছেন ক্যান্ডিস। হার্ড হ্যাট পরা দুই কন্যা আইভি মে ও ইন্ডি রের ছবি দিয়ে লিখেছেন, ‘দুটি মিষ্টি মেয়ে সকালে এসে তাদের শোয়ার ঘরের অবস্থা দেখতে এসেছে।’

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন