টপ পোষ্ট

ফাইভ-জি চালু করল গ্রামীণফোন

0

পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ফাইভ-জি চালু করল মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। মঙ্গলবার (২৬ জুলাই) দেশের দুটি বিভাগের (ঢাকা ও চট্টগ্রাম) কয়েকটি নির্দিষ্ট স্পটে এ সেবা চালুর মাধ্যমে অপারেটরটি নেট দুনিয়ায় ফাইভ-জি স্পিডে যাত্রা করল।

গ্রামীণফোন সূত্রে জানা গেছে, গ্রাহকগণ তাদের ফাইভ-জি সমর্থিত মোবাইল ফোনে নেট ব্যবহারে বর্ধিত এই স্পিড সুবিধা পাবে। তবে এজন্য ডিভাইস প্যাচ প্রয়োজন হবে। এই সেবা শুরুর বিষয়টিকে অপারেটরটি ‘অনেকটা ট্রায়ালের মতো’ বলে অভিহিত করেছে।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর মোবাইল ফোন অপারেটর টেলিটক দেশের কয়েকটি জায়গায় (স্পটে) ফাইভ-জি সেবা চালু করে। পরীক্ষামূলকভাবে দেশের ৬টি জায়গায় (স্পটে) ফাইভ-জি চালু করে রাষ্ট্রীয় মালিকানাধীন এই অপারেটরটি।

শেয়ার করুণ

Comments are closed.