টপ পোষ্ট

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা

0

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

অভিজ্ঞদের নিয়েই দল গড়েছে রোডেশিয়ানরা। দলটির নেতৃত্ব দিবেন সিকান্দার রাজা। নতুন মুখ হিবেবে দলে আছেন অ্যালিস্টার ক্যাম্বেলের ছেলে জনাথন ক্যাম্বেল।

সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়া তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরামকে দলে ফিরিয়েছে জিম্বাবুয়ানরা।

সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামে। বাকি দুটি হবে ঢাকায়।

২৮ এপ্রিল বাংলাদেশে পা রাখবে সিকান্দার রাজা-শন উইলিয়ামসরা। ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা। এরপর আগামী ৩ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে।

সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি গড়াবে ঢাকায়। মিরপুরে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ।

জিম্বাবুয়ে স্কোয়াড
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, বেনেট ব্রায়ান, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এন্ডলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।

শেয়ার করুণ

Comments are closed.