টপ পোষ্ট

চিকিৎসার জন্য দিল্লিতে নেওয়া হলো তোফায়েল আহমেদকে

0

মেডিক্যাল চেকআপের জন্য ভারতের রাজধানী দিল্লিতে গেলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি শারীরিকভাবে অসুস্থ।

আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যায়।

তোফায়েল আহমেদের পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে তার হার্টে রিং বসানো হয়েছিল। সেটা চেকআপের জন্য তাকে দিল্লিতে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন।

উল্লেখ্য, ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন।

বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এই নেতা ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন। পাঁচবারের সংসদ সদস্য (এমপি) ও দুইবারের মন্ত্রী তোফায়েল আহমেদ এখন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

শেয়ার করুণ

Comments are closed.