টপ পোষ্ট

ভিসার মেয়াদ শেষ হলেও মালয়েশিয়ায় প্রবেশে বাধা নেই

0

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলেও দেশটিতে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা-নিষেধ নেই। করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়ায় চলমান লকডাউনে আটকে পড়া বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলেও তারা প্রবেশ করতে পারবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা যায়নুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

মুভমেন্ট কন্ট্রোলের গাইড লাইনের অংশ হিসেবে তিনি এ তথ্য প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান লকডাউনে বিভিন্ন দেশের প্রবাসীরা ছুটিতে নিজ দেশে অবস্থান করার কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ আছে। যে কারণে শ্রমিকরা নিজ দেশ থেকে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারছে না।

তিনি আরও বলেন, আমারা তাদের জন্য ভিসার মেয়াদ চলমান (এমপিও) রাখবো। যাতে তারা পরবর্তি তিন মাস পর্যন্ত মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে। তবে প্রবেশের দিন থেকে ৩০ দিনের মধ্যে ভিসা করতে হবে। সে জন্য কোনো জরিমানা তাদের দিতে হবে না।

এ সময় চলমান লকডাউনে সব বিদেশিদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুণ

Comments are closed.