টপ পোষ্ট

ইনটেলের নতুন চেয়ারম্যান হলেন বাংলাদেশি ওমর ইশরাক

0

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক জায়ান্ট প্রতিষ্ঠান ‘ইন্টেল’-এর নতুন বোর্ড চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনি ওমর ইশরাক।

তিনি এ কোম্পানির পরিচালক ছিলেন। ইন্টেলের ক্রমবর্ধমান সংকটের মধ্যে অ্যান্ডি ব্রায়ান্টের স্থলাভিষিক্ত হচ্ছেন ওমর। অ্যান্ডি সাত বছর ধরে এই পদে ছিলেন।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) পর্যন্ত ৬৪ বছর বয়সী ওমর ইশরাক মার্কিন যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল প্রযুক্তি সংস্থা মেডট্রনিকের সদর দপ্তরে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্টেলের নিয়োগের সঙ্গে সঙ্গেই তিনি ওই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন।

ওমর বাংলাদেশেই বড় হয়েছেন। তিনি বৈদ্যুতিক প্রকৌশল বিভাগে স্নাতক ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। মেডট্রোনিকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এশিয়া সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্যও ওমর।

এটি বৈশ্বিক প্রেক্ষাপটে এশিয়া ও আমেরিকার জনগণ, নেতৃবৃন্দ এবং সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং দৃঢ়তা জোরদার করতে নিবেদিত একটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান।

শেয়ার করুণ

Comments are closed.