টপ পোষ্ট

‘গণপিটুনিতে নিহত ৬, মামলা ৯, গ্রেপ্তার ৮১’

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সম্প্রতি গণপিটুনিতে ছয়জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। এ নিয়ে নয়টি মামলা হয়েছে। সব মামলাই হবে হত্যা মামলা।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এসব মামলায় ৮১ জন গ্রেপ্তার হয়েছে।   

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গণপিটুনিতে জড়িয়ে আইন হাতে তুলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘যারা আইন হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে। ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে যারা গুজব ছড়ায়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

গণপিটুনির ঘটনা বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনাস্থার কারণেই হচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী বসে নেই। তারা কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। ন্যায়বিচার নিশ্চিত করছে। আস্থাহীনতা নেই।’

এ ধরনের ঘটনায় রাজনৈতিক ইন্ধন আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখছি।’

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন