টপ পোষ্ট

আসামে বন্যা ভয়াবহ, ১৫ জনের মৃত্যু

0

ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। বন্যায় বিপর্যস্ত আসামে এরই মধ্যে  মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। আসামের ৩৩টির মধ্যে ৩০টি জেলা প্লাবিত হয়েছে।

আসামে বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন ৪৩ লাখ মানুষ। আসামের বন্যাকবলিত ৩০টি জেলার চার হাজারের বেশি গ্রাম সম্পূর্ণ বিপর্যস্ত। পানিতে তলিয়ে গেছে গ্রামের বেশিরভাগ অংশ।

আসামের কাজীরাঙা জাতীয় উদ্যানের প্রায় ৯৫ শতাংশ এলাকাই এখন পানির তলায়। গত দুদিনে কাজীরাঙায় অন্তত ১৭টি বন্যপ্রাণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আসামের প্রায় ৯০ হাজার হেক্টর কৃষিজমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেতের ফসল পানির নিচে ডুবে গেছে। আসামের অন্যতম ব্রহ্মপুত্র নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে যাচ্ছে। এরই মধ্যে রাজ্যের বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ৮৩ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। বন্যাদুর্গতদের জন্য আসামে মোট ১৮৩টি ত্রাণকেন্দ্র গড়ে তোলা হয়েছে।

এদিকে বন্যা পরিস্থিতি সামাল দিতে এবং বন্যাপরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে আগাম সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে সেখানকার বন্যা বিপর্যস্ত জেলাগুলোকে ত্রাণের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার এরই মধ্যে ৫৬ কোটি রুপি অর্থ বরাদ্দ করেছে। পাশাপাশি বন্যা বিপর্যস্ত আসামকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন