টপ পোষ্ট

ডি ভিলিয়ার্সকে দলে ফেরার আহ্বান সমর্থকদের

0

 

 

 

 

 

 

 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হট ফেবারিট ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের সঙ্গেও ঘুরে দাঁড়াতে পারেনি। টাইগারদের বিপক্ষে ৩৩১ রান তাড়া করতে নেমে ২১ রানে হেরে যায় ফাফ ডু প্লেসিসরা।

বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। হ্যাটট্রিক পরাজয় এড়াতে সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে দলের ফেরার আহ্বান জানিয়েছেন সমর্থকরা।

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটিং দানব এবি ডি ভিলিয়ার্সকে দলের ক্লান্তিলগ্নে ফেরার আহ্বান জানিয়েছেন টুইটারে আব্রদীপ সাহা নামে একজন বলেন, এবি ডি ভিলিয়ার্সের উচিত অবসর ভেঙে দক্ষিণ আফ্রিকার দলে ফেরা।

মোহাম্মদ শারিক জাহিদ নামে এক পাকিস্তানি ভিলিয়ার্স এক ভক্ত টুইটারে বলেন, ‘ভিলিয়ার্স তোমাকে মিস করছি।’

রবিন রমেশ নামে ভারতীয় এক স্থানীয় ক্রিকেটার টুইটারে লেখেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিশ্বকাপে চমক দেখাতে হলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে এবি ডি ভিলিয়ার্সকে দলে ফেরানো উচিত। দক্ষিণ আফ্রিকা সমর্থকদের জন্য এটি একমাত্র আশা।’

এক সমর্থক বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ডিভিলিয়ার্সের অভাব অনুভব করছে। বিশ্বকাপে ইতিমধ্যে ইংল্যান্ড ও বাংলাদেশের কাছে হেরেছে। হ্যাটট্রিক পরাজয় দেখার আগে ভিলিয়ার্সকে দ্রুত দলে ফেরানো উচিত।’

ভিলিয়ার্স ভক্ত এক আফ্রিকান লেখেন, ‘ভিলিয়ার্সের উচিত অবসর ভেঙে দলে ফেরা।’

ভারতের সাবেক তারকা ক্রিকেটার আকাশ চোপড়া টুইটারে লেখেন, এর আগে ১৯৯২ সালের বিশ্বকাপেও পর পর দুই ম্যাচে পরাজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন