টপ পোষ্ট

বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ে জুনায়েদের অভিনব প্রতিবাদ

0

 

 

 

 

 

 

দেশের জার্সিতে বিশ্বকাপ মঞ্চে বল-ব্যাটে হাতে মাতানোর  স্বপ্নটা থাকে সবার। সেই স্বপ্ন পূরণেও পথেও এগিয়ে ছিলেন জুনায়েদ খান। কিন্তু সোমবার হঠাৎ করেই মোহাম্মদ আমিরকে জায়গা করে দিতে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়। যা কোনভাবেই মানতে পারছেন না জুনায়েদ। এজন্য টুইটারে নিজের একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে নিজের মুখে কালো টেপ লাগিয়ে দিয়ে অভিনব প্রতিবাদ করেছেন বাঁহাতি এ পেসার।  

বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও আমির ছিলেন সদ্যই শেষ হওয়া পাকিস্তানের ইংল্যান্ড সিরিজের দলে। কিন্তু এ বাঁমহাতি জলবসন্তে আক্রান্ত হয়ে খেলতে পারেননি কোন ম্যাচ। তারপরও  পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল, বিশ্বকাপ দলে আমিরকে সুযোগ দেওয়া হবে। আজ সেটাই সত্য প্রমাণিত হয়েছে।

যদিও ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের কোনো বোলারই ভাল বল করতে পারেননি। ১০ ওভারের কোটা পূরণ করে ৮০ এর নিচে রান দিতে দেখা যাচ্ছে না কাউকেই। নিজের শেষ ওয়ানডেতেই ৮৫ রান দিয়েছেন জুনায়েদ খান। ভাবা হচ্ছে দুই ওয়ানডেতেই ওভারপ্রতি ৭ এর বেশি রান দিয়ে নির্বাচকদের আস্থা হারিয়েছেন জুনায়েদ।  এদিকে ব্যাটসম্যান আবিদ আলীর সঙ্গে জুনায়েদ ও ফাহিম আশরাফও বাদ পড়েছেন। জুনায়েদ ও ফাহিমের জায়গায় দুই বাঁহাতি আমির ও ওয়াহাব রিয়াজ সুযোগ পেয়েছেন।

ওয়াহাব তো গত দুই বছরে ওয়ানডেই খেলেননি। মিকি আর্থার নিজেই ওয়াহাবের সমালোচনায় বলেছেন, ‘বহু বছর ধরেই দলকে কোনো ম্যাচ জেতাতে পারেনি।’ এমন বিতর্কিত সিদ্ধান্তের পর জুনায়েদ আর নিজেকে আটকে রাখতে পারেননি। টুইটারে টেপ লাগানো সে ছবির সঙ্গে লিখে দিয়েছেন, ‘আমি কিছু বলতে চাই না। সত্য অনেক তেতো হয়।’

বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ে জুনায়েদ যেভাবে প্রতিবাদ করেছেন, তাতে পাকিস্তানের সমর্থকেরা সহমর্মিতা প্রকাশ করেছেন। এদিকে ওয়াহাব রিয়াজের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই। এরইমধ্যে অনেকে আবার বলেছেন নির্বাচকদের দুর্নীতি ও স্বজনপ্রীতির জন্য আমির-ওয়াহাব জায়গা পেয়েছেন পাক বিশ্বকাপ স্কোয়াডে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন