টপ পোষ্ট

মন্দিরে ঈদের নামাজ!

0

ভারতের কেরালাবাসীর বন্যায় প্রাণ বাঁচানোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেখানে ধর্মপালন করা তো প্রায় অসম্ভবই হয়ে দাঁড়াচ্ছিল সেখানকার মুসলিমদের কাছে। এই পরিস্থিতিতে অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখলেন কেরালার হিন্দুরা। কেরালার ত্রিশূর জেলার মালা এলাকায় বন্যার কারণে পানিতে তলিয়ে গেছে মসজিদ। তবে বন্যায় বড় ক্ষতি হয়নি পুরাপিল্লিকাভু রক্তেশ্বরী মন্দিরের।

তাই ঈদের নামাজ পড়ার জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হল ইসলাম ধর্মাবলম্বীদের জন্য।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকার সব মসজিদই পানিতে তলিয়ে গিয়েছে। তাই বন্যার সময় মুসলমানদের উৎসব পালনে যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই মন্দিরে নামাজ পড়তে দেওয়ার সিদ্ধান্ত নেন স্থানীয় হিন্দুরা। মন্দির কমিটির এক সদস্য বলেন, ‘‌আমরা প্রথমে মানুষ। তারপরে হিন্দু।

যাঁরা সারাবছর আমাদের সঙ্গে থাকেন, সুখদুঃখ ভাগ করে নেন, তাঁদের বিপদে আমাদের এগিয়ে আসা উচিৎ। আমরা সকলেই ঈশ্বরের সন্তান। বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়াতে চাই।’‌‌

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন