টপ পোষ্ট

‘মানব জাতি ধ্বংসের মুখে’

0

ভ্যাটিকানে এক সম্মেলনে পোপ ফ্রান্সিস বলেছেন, পৃথিবীতে লাগামহীনভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বাড়ছে। এর ফলে ক্রমশ জলবায়ুর পরিবর্তন ঘটছে। আর জলবায়ুর পরিবর্তনের কারণে মানব জাতি ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিকল্প জ্বালানি ছাড়া মানব জাতি টিকে থাকতে পারবে না।

শনিবার ভ্যাটিকানে শীর্ষস্থানীয় তেল কোম্পানিগুলোর নির্বাহীদের দুই দিনের সম্মেলনের শেষ দিনে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। এসময় ভয়াবহ বিপর্যয় এড়াতে বিশ্ব ব্যবস্থাকে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থায় উত্তরণে তেল কম্পানিগুলোর নির্বাহীদের প্রতি আহ্বান জানান পোপ।

তিনি বলেন, সভ্যতার জন্য জ্বালানি প্রয়োজন। কিন্তু তাই বলে যে জ্বালানি পৃথিবীর প্রাণ ও প্রকৃতিকে ধ্বংসের হুমকিতে ফেলে দিয়েছে তাতো লাগামহীনভাবে ব্যবহার করা যায় না।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন