টপ পোষ্ট

রিয়াল ছাড়ার ঘোষণা জিদানের

0

চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের চার দিনের মাথায় দায়িত্ব ছাড়লেন জিনেদিন জিদান৷ রিয়াল মাদ্রিদের কোচের পদ থেক পদত্যাগ করলেন ক্লাবকে টানা তিনবার ইউরোপ সেরা খেতাব দিয়ে রেকর্ড করা প্রাক্তন ফরাসি অধিনায়ক৷

হঠাৎ করে জিদানের অবসরে হতবাক ফুটবলবিশ্ব৷ বৃহস্পতিবার তাঁর সাংবাদিক বৈঠক ডাকা নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷ কিন্তু তিনি যে কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন, তার আন্দাজ ছিল না কারোর৷ সবাইকে অবাক করেই সরে দাঁড়ানোর কথা জানান তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ৷

জিদান বলেন, ‘আমার মনে হয়, ক্লাব, দল এবং নিজের কাছে দায়িত্ব ছাড়ার এটাই সেরা সময়৷ এই সিদ্ধান্ত অনেককে অবাক করলেও আমার কাছে এর গুরুত্ব দারুণ৷’

শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলকে ৩-১ হারিয়ে টানা তৃতীয়বার ইউরোপ সেরার খেতাব জেতে রিয়াল৷ বিশ্বের প্রথম কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হ্যাটট্রিক করেন জিদান৷ রেকর্ড গড়ে অবসর নিয়ে জিদান বলেন, ‘দলের উচিত জয়ের ধারা বজায় রাখা৷ এর জন্য কিছু পরিবর্তন দরকার৷ তিন বছরের পর অন্য ভয়েস, কাজের অন্য পদ্ধতি প্রয়োজন৷ যার জন্যই আমার এই সিদ্ধান্ত৷

২০১৬ রাফায়েল বেনিতেজকে সরিয়ে জিদানের হাতে কোচের দায়িত্ব তুলে দিয়েছিল রিয়াল মাদ্রিদ৷ বাকিটা ইতিহাস৷ তিন বছরই ক্লাব দেন ইউরোপ সেরার সম্মান৷ রিয়ালের হাত ধরেই কোনও বড় ক্লাবে প্রথমবার কোচিয়ের দায়িত্ব সামলান প্রাক্তন ফরাসি অধিনায়ক৷ তিনি বলেন, ‘আমি এই ক্লাবকে দারুণ ভালোবাসি৷ প্রেসিডেন্ট আমাকে সব কিছু দিয়েছে৷ প্রথমত এই রকম বড় ক্লাবে কোচিং করানোর সুযোগ৷ এই জন্য আমি কৃতজ্ঞ৷ আজ আমার পরিবর্তন প্রয়োজন৷ সেই কারণেই আমার এই সিদ্ধান্ত৷

দায়িত্ব নিয়ে গত ৫৯ বছরে রিয়ালকে ইউরোপিয়ান কাপ ও লা লিগা চ্যাম্পিয়ন করে ডাবল খেতাব দিয়েছেন জিদান৷ সেবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জুভেন্তাসকে ৪-১ হারিয়েছিল রিয়াল৷ আর লা লিগা খেতাব জেতে বার্সোলোনাকে টপকে যান রিয়াল৷ ৪৫ বছরের জিদান কোচ হিসেবে রিয়ালকে ৯টি বড় ট্রফি দিয়েছেন৷ এর মধ্যে রয়েছে গত তিনবার চ্যাম্পিয়ন্স লিগ৷

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন