টপ পোষ্ট

বিটিভিতে শিল্পী হিসেবে মনোনীত এডিসি রূম্পা সিকদার

0

বাংলাদেশ টেলিভিশনের রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন বরিশালের এডিসি রূম্পা সিকদার।

রুম্পা সিকদার ২০১৫ সাল থেকে বরিশাল বেতারে রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন করে আসছেন।

রুম্পা সিকদার ৩১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাদারীপুরে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি বরিশালের উজিরপুরে সহকারী কমিশনার (ভূমির) দায়িত্ব পালন করেন।

৩ বছরের অধিক সময় ঝালকাঠির নলছিটি উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে তিনি বরিশালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে কর্মরত আছেন।

আলাপকালে রূপা শিকদার বলেন, সংগীত গুরুমুখী শিক্ষা, আমি শ্রদ্ধা জানাই আমার সংগীত জীবনের সকল শিক্ষককে। চাকরি ও দুই সন্তানের মায়ের দায়িত্ব পালন করে সংগীত চর্চা করা কঠিন। তারপরেও আমি সংগীতকে ভালোবাসি, চেষ্টা করে যাচ্ছি। সকলের কাছে আশীর্বাদ চাচ্ছি।

শেয়ার করুণ

Comments are closed.