টপ পোষ্ট

আরসিবি’র বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ গেইলের

0

প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনলেন ‘ইউনিভার্সাল বস’ ক্রিস্টোফার হেনরি গেইল৷ নিলামের আগে আরবিসি’র পক্ষ থেকে তাঁকে রিটেন করা হবে বলে জানিয়েও নাকি কথা রাখেনি ফ্র্যাঞ্চাইজি৷ এমনটাই জানিয়েছেন গেইল৷ প্রীতির পঞ্জাবের তারকা বাঁ-হাতি ওপেনার সঙ্গে জুড়েছেন, ‘ব্যাঙ্গালোর রিটেন না করায় খারাপ লেগেছিল৷ শুরুতে কিন্তু ওরাই যোগাযোগ করে আমায় রিটেন করবে বলে জানায়৷ পরে নিলামের দিন আমায় রিটেন না করায় চমকে যাই৷’

শুধু তাই নয় নিলামে দু’বার অবিক্রিত থাকাটাও নাকি নাড়িয়ে দিয়েছিল গেইলকে৷ টি-টোয়েন্টির বস জানিয়েছেন, ‘আরসিবি রিটেন না করার পরই চিত্রটা পরিষ্কার হয়ে যায় ওরা আমাকে চায় না৷ এই নিয়ে ওদের বিরুদ্ধে অবশ্য আমার কোনও ক্ষোভ নেই৷ আমি মনে করি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও বাংলদেশে প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছি৷ বিপিএলে রংপুরের হয়ে দুটি সেঞ্চুরি করেছি৷ পরিসংখ্যানই তো আমার হয়ে কথা বলছে৷ সেই সুবাধে দল পাব বলেই আশা করেছিলাম৷ দু’বার অবিক্রিত থাকব, এটা অন্তত আশা করিনি৷’

চলতি আইপিএলের নিলামে দু’বার অবিক্রিত থাকার পর বেস প্রাইজে তাঁকে দলে নিয়েছিলেন প্রীতি৷ প্রীতিকে তাই ট্রফি জয়ের স্বাদ দিতে চান বলে জানিয়েছেন গেইল৷ এক কথায় রিটার্ন গ্রিফট বলা চলে৷ আর তাঁর পঞ্জাব দলে আসাটাও নাকি তাঁর ভাগ্যেই ছিল বলে মত গেইলের৷

শেষবার আরসিবি জার্সিতে মরশুমটা ভাল যায়নি গেইলের৷ ২০১৭ আইপিএলের ৯ ম্যাচে সুযোগ পেয়ে করেছিলেন মাত্র ২০০ রান৷ সর্বোচ্চ ৭৭ রান হাঁকিয়েছিলেন তিনি৷ তার আগের বছরও গেইলের ব্যাট থেকে ১০ ম্যাচে এসেছিল মাত্র ২২৭রান৷ এরপরই ক্যারিবিয়ান ওপেনারকে ছেঁটে ফেলে আরসিবি কতৃপক্ষ৷

শেষ আইপিএলে ব্যাঙ্গালোরকে সার্ভিস দিতে না পারলেও চলতি বছরে চার ম্যাচে গেইলের সংগ্রহ যথাক্রমে ৬৩,১০৪*,৬২*,২৩৷ তাঁর ব্যাটে ভর করে সাত ম্যাচের পাঁচটাতে জিতে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে পঞ্জাব৷ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কালো ঘোড়া বলা যেতে পারে এই ফ্র্যাঞ্চাইজিকে৷ আইপিএলের মাঝে এই মুুহূর্তে কেরলে পরিবাবের সঙ্গে ছুটি কাটাচ্ছেন গেইল৷

 

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন