টপ পোষ্ট

অভিনব ১০০ বলের ক্রিকেট আনছে ইংল্যান্ড

0

অভিনব ফর্ম্যাটের ক্রিকেট চালু হতে চলেছে ইংল্যান্ড। ১০০ বলের ইনিংসে এক নতুন ফর্ম্যাটের ক্রিকেট চালু করতে চলেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। আটটি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট।

নতুন ফর্ম্যাটে ইনিংস হবে ১৫ ওভার এবং শেষ ওভার ১০ বলের৷ অর্থাৎ মোট ১০০ বলের। যা টি-২০ ফর্ম্যাটের থেকেও ছোট৷ বৃহস্পতিবার ইসিবি চেয়ারম্যান, ফাস্ট ক্লাস কাউন্টির চিফ একজিকিউটিভ এবং এমসিসি এই নতুন ফর্ম্যাটের টুর্নামেন্টের প্রস্তাব দেয়। চিফ একজিকিউটিভ টম হ্যারিসন বলেন, ‘এটা সম্পূর্ণ নতুন আইডিয়া। যা নতুন প্রজন্মকে আকৃষ্ট করবে। ক্রিকেটের প্রতি তাদের আগ্রহ বাড়বে।

সাউহ্যাম্পটন, বার্মিংহ্যাম, লিডস, লন্ডন, ম্যানচেষ্টার, ক্যাডিফ এবং নটিংহ্যাম শহরে ম্যাচগুলি হবে। ২০২০ সালে শুরু হতে চলা এই টুর্নামেন্ট চলবে সম্ভবত পাঁচ সপ্তাহ ধরে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে বিবিসি।

অতীতে বিভিন্ন সময়ে চার, পাঁচ ও আট বলের ওভার হলেও ১৯৭৯-৮০ থেকে ছ’ বলের ওভার হয়ে আসছে। ইসিবি গত বছরই এই নতুন ফর্ম্যাটের ঘোষণা করেছিল। ইসিবি-র লক্ষ্য আইপিএল ও বিগ ব্যাশের সঙ্গে টক্কর নেওয়া।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন