টপ পোষ্ট

কোভিডে মৃত্যু শূন্য, শনাক্ত ৩৫

0

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো খবর আসেনি। তবে গত একদিনে আরও ৩৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের কোভিড শনাক্ত হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৫৮ শতাংশ ছিল।

অধিদপ্তর জানায়, এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জন। গত এক দিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত রোগীদের মধ্যে ৩২ জনই ঢাকা বিভাগের। তাদের ২৯ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।

এছাড়া গাজীপুরে ১ জন, টাঙ্গাইলে ২ জন, ময়মনসিংহে ১ জন এবং কক্সবাজারে ২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে গত এক দিনে। দেশের ৬৪ জেলার মধ্যে বাকি ৫৯ জেলায় গত একদিনে কোনো রোগী শনাক্ত হয়নি।

শেয়ার করুণ

Comments are closed.