টপ পোষ্ট

নেপালে কীভাবে বিমান দুর্ঘটনা, জানা যাবে ১২ মে

0

নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিশন আগামী ১২ মে তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে। মঙ্গলবার নেপাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ গঠিত কমিটির বাংলাদেশি সদস্য ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতউল্লাহ পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে দুর্ঘটনা কীভাবে ঘটেছে, তার বিস্তারিত জানা যাবে। তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তার তদন্ত প্রতিবেদন দিতে আরও সময় লাগতে পারে।’

সালাউদ্দিন বলেন, ‘নেপাল সরকারের গঠিত তদন্ত কমিশন ইতোমধ্যে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স, ককপিট ভয়েস রেকর্ডার, ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডারসহ তদন্তের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি কম্পিউটার ইউনিট উদ্ধার করেছে।’

তিনি বলেন, ‘১ এপ্রিল কানাডার ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ডের কাছে এসব তথ্য-উপাত্ত পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর কন্ট্রোল টাওয়ার ও উদ্ধারকারী দলসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ২০ জনকে জেরা করা হয়েছে।’

ইউটিউবে ছড়িয়ে পড়া এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের কথার রেকর্ড সম্পর্কে সালাউদ্দিন বলেন, ‘ইউটিউবের অডিও রেকর্ডের কিছুটা সত্যতা মিলেছে। তবে কথোপকথনে মূল রেকর্ডের গুরুত্বপূর্ণ অংশ সেখানে নেই।’

তিনি আরও বলেন, ‘মেম্বার সেক্রেটারি অব দ্য কমিশন অব নেপাল এবং আমি কানাডায় যাব। ২৩ তারিখে আমরা বক্সগুলো খুলব। ১২ মের ভেতর আমরা রিপোর্ট জমা দেব।’

প্রসঙ্গত, গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হন। ওই ফ্লাইটে থাকা ৩৬ বাংলাদেশির মধ্যে ২৬ জন মারা যান। আহত হন ১০ জন। পরে আহতদের মধ্যে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহীন ব্যাপারী। তার মৃত্যুতে নেপালের ওই ভয়াবহ দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়ায় ২৭ জনে

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন