টপ পোষ্ট

কমনওয়েলথের গেমসে দিনে তিনটি করে কনডম

0

অ্যাথলিট ও অফিসিয়ালদের জন্য সব রকমের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা থাকছে কমনওয়েলথের গেমস ভিলেজে৷ খেলোয়াড় ও কর্মকর্তা মিলিয়ে প্রায় ৬৬০০ জনের থাকার ব্যবস্থা হয়েছে গেমস ভিলেজে৷ স্বাস্থ্যকর পরিবেশে অ্যাথলিটরা যাতে নিজেদের যৌন জীবনেও সুরক্ষিত থাকতে পারেন, তার জন্য বিলি করা হয়েছে ফ্রি কনডম ৷ ১১ দিনের প্রতিযোগীতায় দিনে তিনটি করে মাথা পিছু মোট ৩৪টি কন্ডোম দেওয়া হয়েছে প্রত্যেককে৷ এই হিসাবে প্রায় ২ লক্ষ ২৫ হাজার কনডম বিলি করা হয়েছে গেমস ভিলেজে৷

প্রতিযোগীতা চলাকালীন গেমস ভিলেজে কনডম বিলি করার নজির নতুন নয়৷ জিকা ভাইরাসের প্রকোপ থেকে অ্যাথলিটদের বাঁচাতে কনডম বিলি করা হয়েছিল রিও অলিম্পিক্সের গেমস ভিলেজেও৷ তার সংখ্যা ছিল গোল্ড কোস্টের তুলনায় দ্বিগুন৷ রিওয় ৪ লক্ষ ৫০ হাজার কনডম খরচ হয়েছিল আয়োজকদের৷ দক্ষিণ কোরিয়ায় গত শীতকালীন অলিম্পিক্সেও ১ লক্ষ ১০ হাজার কনডম বিলি করা হয়েছিল গেমস ভিলেজে, যা ছিল শীতকালীন গেমসের রেকর্ড৷

গোল্ড কোস্টের গেমস ভিলেজে অ্যাথলিটরা কম্পিউটার গেমসেও অবসর কাটাতে পারবেন৷ ফ্রি আইসক্রিম থাকছে প্রত্যেকের জন্য৷ কৃত্তিম ঝর্ণায় স্নান করা বা পুলে সাঁতারেরও ব্যবস্থা রয়েছে৷ ২৪ ঘণ্টা খোলা থাকবে ডাইনিং এরিনা৷ বিভিন্ন দেশের ৩০০ রাধুঁনি থাকছে গেমস ভিলেজের রান্না ঘরে৷ ১৭ হাজার টয়লেট পেপার রোল দেওয়া হয়েছে ভিলেজের অ্যাপার্টমেন্টগুলিতে৷

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন