টপ পোষ্ট

উখিয়ায় ৩৩টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গা আটক

0

কক্সবাজারের উখিয়ায় ৪৭০ ভরি ওজনের ৩৩টি স্বর্ণের বারসহ মো. জয়নুল আবেদীন (৬৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটক জয়নাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের শূণ্য রেখায় বসবাস করেন।

সোমবার (৯ আগস্ট) সকালে পালংখালীর টিভি টাওয়ার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজারের ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, বিজিবির কাছে খবর ছিল কতিপয় চোরাকারবারী অবৈধভাবে স্বর্ণের একটি বড় চালান মায়ানমার হতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাবে। এর প্রেক্ষিতে বিজিবির একটি টিম রাস্তার পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে সীমান্ত হতে কুতুপালং-এর দিকে এক ব্যক্তিকে পায়ে হেঁটে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে তল্লাশী চালানো হয়।

এসময় তার কাছে ৪৭০ ভরি ওজনের ৩৩টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা বলে জানান আলী হায়দার আজাদ।

তিনি জানান, আটক ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ এবং উ্দ্ধার করা স্বর্ণ কক্সবাজার ট্রেজারী অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুণ

Comments are closed.