টপ পোষ্ট

বরিশালে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু

0

বরিশালে আশঙ্কাজনক হারে বাড়ছে মহামারী করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৬ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হলো ৩৩৫ জনের।

আজ শুক্রবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস ও হাসপাতাল সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। একইসঙ্গে বিভাগের ৬ জেলায় নতুন করে ২৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে।

এ নিয়ে বিভাগের ৬ জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৩৪।

জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছেন ১৬৫ জন রোগী। এ ওয়ার্ডে মোট মারা গেছেন ৭৪৭ জন। এর মধ্যে করোনা পজিটিভে ২১৫ জন ও করোনা উপসর্গে ৫৪৪ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসাপতালটির পিসিআর ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার শতকরা ৫৩ দশমিক ৩৬ শতাংশ।

শেয়ার করুণ

Comments are closed.