টপ পোষ্ট

ভোট জালিয়াতির কোন প্রমাণ নেই: রিপাবলিকান সিনেটার

0

প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে কথিত ভোট জালিয়াতি নিয়ে যেসব ভিত্তিহীন দাবি করেছেন তার বিরুদ্ধে নিজের দলের ভেতর থেকে যারা বিরুদ্ধ মত দিচ্ছেন তাদের একজন হলেন পেনসিলভেনিয়ার রিপাবলিকান সিনেটার প্যাট টুমি।

“আমি প্রেসিডেন্টের ভাষণটি দেখছিলাম এবং সেটা সহ্য করা ছিল খুব কঠিন,” মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে তিনি আজ একথা বলেন।

তিনি বলেন, ব্যাপকহারে ভোট জালিয়াতি ও কারচুপির যে অভিযোগ প্রেসিডেন্ট করছেন তার সত্যি কোন ভিত্তি নেই। নির্বাচন বড়সড় কোন ব্যত্যয় ঘটেছে বলে আমার জানা নেই। দেখুন, প্রতিটি নির্বাচনেই ছোটখাটো কিছু অনিয়ম ঘটে। কিন্তু এসব খুবই ছোট ঘটনা এবং এধরনের ব্যালটের সংখ্যাও খুব কম।

টুমি ২০২২ সালে অবসর নিতে যাচ্ছেন। তিনি বলেন, পেনসিলভেনিয়ায় ভোট গণনা কখন শেষ হবে সে সম্পর্কে তিনি এখনও কোন ধারণা দিতে পারবেন না। সর্বশেষ গণনা অনুযায়ী, ভোটের ফলাফল বাইডেনের দিকে ঝুঁকে পড়ছে।

“এখানে (গণনায়) যে সময় দরকার সেটা দিতে হবে,” তিনি বলেন এবং জানান যে বাদবাকি ভোট বাইডেনের পক্ষেই পড়বে বলে তিনি মনে করেন।

‘এই মুহূর্তে ফলাফল আমরা জানি না। তবে সেটা জানার জন্য গণনার প্রক্রিয়া শেষ করতে হবে।’

শেয়ার করুণ

Comments are closed.