টপ পোষ্ট

জর্জিয়ায় আবার ভোট গণনা

0

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার ঘোষণা করেছেন যে ঐ রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে নতুন করে ভোট গণনা হবে। তিনি বলছেন, ৪,১৬৯টি ভোট গণনা এখনও বাকি রয়েছে।

পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো প্রায় ৮,০০০ ভোট এখন ডাকে রয়েছে। আজ দিনের মধ্যে এসে পৌঁছুতে পারলে সেগুলোও গণনা করা হবে বলে তিনি জানান। খবর বিবিসির

ব্র্যাড রাফেন্সবার্গার বলেন, ‘এই মুহূর্তে জর্জিয়ায় ফল ঘোষণা করা কঠিন। ভোটের ব্যবধান এতই কম যে নতুন করে গণনা করতে হবে। আমাদের নির্বাচন নিয়ে আগ্রহ জর্জিয়ার সীমান্তের বাইরেও আছে। পুরো দেশের ওপর জর্জিয়ার নির্বাচনের চূড়ান্ত হিসেবের একটা প্রভাব পড়বে, সেটা স্বাভাবিক।’

এরপরই কোন প্রশ্নের জবাব না দিয়ে ব্রাড রাফেন্সবার্গার চলে যান।

তার সহকারী গেব্রিয়েল স্টার্লিং বলেন, ভোট পুন:গণনার কারণ হচ্ছে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুবই কম। নির্বাচনে কোন বড় ধরনের অনিয়ম তাদের চোখে ধরা পড়েনি বলে তিনি জানান।

শেয়ার করুণ

Comments are closed.