টপ পোষ্ট

অনুদানের চলচ্চিত্রে লিজা

0

এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন লিজা। এবারই প্রথম গাইলেন সরকারি অনুদানের কোনো চলচ্চিত্রে। এটি সংযোজিত হবে বদরুল আনাম সৌদের প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’-এ। গানটি লিখেছেন বদরুল আনাম সৌদ। গানের কথা হচ্ছে ‘তারে দেখি আমি রোদ্দুরে, দেখি আলো ছায়াতে’। গানটির সুর-সংগীতায়োজন করেছেন ইমন সাহা। রোববার সন্ধ্যায় ইমন সাহার স্টুডিওতে গানটির রেকর্র্ডিংয়ের কাজ সম্পন্ন

হয়েছে। গানটিতে কণ্ঠ দিতে পেরে খুব উচ্ছ্বসিত লিজা। তিনি বলেন, গানের কথা, সুর সবকিছু আমার এতই ভালো লেগেছিল যে,
গাওয়ার সময় গানের কথা এবং সুরের মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এমন একটি গান গাইতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আমি কৃতজ্ঞ ‘গহীন বালুচর’ চলচ্চিত্রটির পরিচালক সৌদ ভাইয়ের কাছে। সেসঙ্গে বেশি কৃতজ্ঞ ইমন দাদার কাছে। তিনি আমাকে এই সুযোগটি তৈরি করে না দিলে জীবনে গানের তালিকায় এমন একটি ভালো গান গাইবার কথা উল্লেখই করতে পারতাম না। সব মিলিয়ে সরকারি অনুদানের চলচ্চিত্রে গান গাইতে পেরেছি এটাও আরেকটি ভালো লাগার বিষয়। ইমন সাহা বলেন, লিজা যে সময়ে ক্লোজআপ তারকা হয়ে আসে তখনই একটি চলচ্চিত্রে আমার সুর-সংগীতে গাওয়ার কথা ছিল। কিন্তু তখন তার পরীক্ষা থাকায় সম্ভব হয়নি। পরে আর ব্যাটে বলে মিলেনি। যেহেতু সৌদ ভাইয়ের চলচ্চিত্রটি একটি ভালো চলচ্চিত্র, তাই আমি ভাবলাম এই চলচ্চিত্রে লিজাকে দিয়ে একটি গান করানো যেতে পারে। অতঃপর লিজা গানটি গেয়েছে এবং  বেশ ভালো গেয়েছে। আমি খুব সন্তুষ্ট। কারণ, আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়েও বেশি ভালো গেয়েছে। এদিকে গতকাল সকাল ১১টায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে আমেরিকার উদ্দেশে রওনা হয়েছেন লিজা। সেখানে তিনি ব্যবসায়িক একটি সংগঠনের নিমন্ত্রণে চারটি শোতে অংশ নেবেন। আমেরিকার নিউ ইয়র্ক, বোস্টন, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় হবে এ শোগুলো। গত বছরের ঠিক একই সময়ে তিনি আমেরিকায় গিয়েছিলেন।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন