টপ পোষ্ট

তিন ম্যাচে পাঁচ সেঞ্চুরি !!!

0

এক ম্যাচেই যেখানে তিন সেঞ্চুরি হয়, সেখানে তিন ম্যাচে পাঁচ সেঞ্চুরি আর এমন কী! সেঞ্চুরিতে ভেসে যাওয়া রানবন্যার এক দিনই গেল কাল ঢাকা প্রিমিয়ার লিগে।

তিন সেঞ্চুরির ম্যাচটি বিকেএসপির চার নম্বর মাঠে। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আগে ব্যাটিং করে ৫০ ওভারে চার উইকেটে ২৯০ রান তোলে কলাবাগান ক্রীড়া চক্র। তাইবুর রহমান ১০৯ বলে ১১৪ রান করে অপরাজিত থাকেন; মোহাম্মদ আশরাফুল আউট হন ১৩১ বলে ১০৪ রান করে। এই জোড়া সেঞ্চুরি বিফলে যায় লিটন দাশের দুর্দান্ত শতরানে। তাঁর ১২৩ বলে অপরাজিত ১৪৩ এবং মার্শাল আইয়ুবের ৭৩ বলে অপরাজিত ৯১ রানে পাঁচ ওভার হাতে রেখে সহজেই আট উইকেটে জেতে প্রাইম দোলেশ্বর।

খেলাঘরের বিপক্ষে বিফলে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের জহুরুল ইসলামের সেঞ্চুরিও। তাঁর ১০২ রানে গাজী গ্রুপ পাঁচ উইকেটে করে ২৪৭ রান। মাহিদুল ইসলামের ৮৫-তে ৯ বল হাতে রেখে পাঁচ উইকেটে জিতে যায় খেলাঘর।

সাইফ হাসানের (১০৮) সেঞ্চুরিতে অবশ্য সহজেই জিতেছে আবাহনী। ব্রাদার্সের বিপক্ষে তাদের জয় ১৩৬ রানের।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন