টপ পোষ্ট

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে আক্রান্ত সোয়া ১১ লাখ ছাড়াল

0

এখন পর্যন্ত নিয়ন্ত্রণহীন করোনায় যুক্তরাষ্ট্রে সোয়া ১১ লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। পৃথিবীর ছেড়েছেন দেশটির ৬৫ হাজারের বেশি মানুষ। এমন অবস্থায় অর্থনীতির চাকা সচল রাখতে হিমশিম খেতে হচ্ছে মার্কিন সরকারকে।

বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৬ হাজার মানুষ করোনার কবলে পড়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩১ হাজার ৩০ জনে।

এ সময়ে না ফেরার দেশে চলে গেছেন আরও ১ হাজার ৯শ জন। এতে করে প্রাণহানি বেড়ে ৬৫ হাজার ৭৫৩ জনে দাঁড়িয়েছে।

আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার অনেক কম। তারপরও দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ সাড়ে ৬১ হাজারের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় আরও ১৬ হাজার ৬৩ জন।

এর মধ্যে শুধুমাত্র নিউইয়র্ক অঙ্গরাজ্যেই ২৪ হাজার ছাড়িয়েছে প্রাণহানি। আক্রান্ত ৩ লাখ ১৫ হাজার ২২২ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি।

যেখানে ভাইরাসটি থাবায় সাড়ে ৭ হাজারের বেশি মানুষ প্রাণ গেছে। আক্রান্ত বেড়ে সংখ্যা ১ লাখ ২১ হাজার ১৯০ জনে পৌঁছেছে।

অপরদিকে, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৩১১ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৭১৬ জনের, ইলিনয়েসে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৫৫ এবং মৃত্যু ২ হাজার ৪৫৭।

ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত বেড়ে হয়েছে ৫২ হাজার ১৯৭ জনে। মারা গেছেন সেখানে ২ হাজার ১২৫ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

যেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৩৪ লাখ। প্রাণ হারিয়েছে বিশ্বের ২ লাখ প্রায় ৩৯ হাজার ৭৩৬ জন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১০ লাখ ৮১ হাজার ৬৯৯ জন।

শেয়ার করুণ

Comments are closed.