টপ পোষ্ট

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যু

0

করোনার হানায় অনেক আগেই উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে আক্রান্তের তালিকায় লাখ ছড়ায় যুক্তরাষ্ট্র। এবার প্রাণহানির তালিকাও দীর্ঘ হল দেশটিতে।

ট্রাম্পের দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫ হাজার ১১০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৯০৮ জনের। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

করোনা হানায় দেশটিতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত সাড়ে ২৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। ফলে, সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ১৫ হাজার ২১৫ জনে।

যাদের সবচেয়ে বড় ভুক্তভোগী নিউ ইয়র্ক রাজ্য। গোটা দেশের প্রায় ৪০ শতাংশ রোগীই এ অঙ্গরাজ্যের। বুধবার এ অঞ্চলে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৯১৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৯০১ জন। এদিন সেখানে মারা গেছেন আরও ৩১৯ জন। ফলে শুধু নিউ ইয়র্কেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৯ জনে।

এরপর নিউ জার্সিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ হাজার মানুষ, মারা গেছেন ২৬৭ জন।

দেশটিতে সংকটাবস্থা পার করছে প্রবাসীরাও। দেশটির নিউ ইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা অনেক বেশি। ফলে, করোনার মহামারিতেও পড়েছেন তারাও। বিশেষ করে খাদ্যগত পার্থক্য থাকার কারণে সমস্যা আরও প্রকোট হচ্ছে। দেশব্যাপী এখন পর্যন্ত ৩৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে করোনায়।

চলমান অবস্থা আরও ভয়ংকর হতে পারে বলে ধারণা করছে দেশটির স্বাস্থ্য বিজ্ঞানীরা। তাদের সঙ্গে সহমত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

এদিকে, করোনা সঙ্কটে ২ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা ঘোষণা করেছেন ট্রাম্প। মহামারির কবলে স্বাস্থ্য সেবা, ব্যবসা-বাণিজ্য এবং মার্কিন সাধারণ জনগণকে সহায়তায় ব্যবহার হচ্ছে এই অর্থ।

উল্লেখ্য, বিশ্বের দুইশর বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনা ভাইরাসে আজ সকাল পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৫ হাজার ৮৪০। এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ২৪১ জন মানুষ। আর সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ২৮৬।

শেয়ার করুণ

Comments are closed.