টপ পোষ্ট

উত্তরপ্রদেশে বিক্ষোভের আশংকায় ইন্টারনেট বন্ধ

0

সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে চলা আন্দোলনে আতঙ্কের রাজ্যে পরিণত হচ্ছে ভারতের উত্তরপ্রদেশ। বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

আজ শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে নতুন করে বিক্ষোভ দানা বাধার আশংকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সেবা। বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর সংখ্যা।

নজরদারীর আওতায় আনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যে কোনও ধরণের সমাবেশের উপর।

এদিকে, নাগরিকত্ব আইনের বিক্ষোভে উত্তরপ্রদেশের বিজনৌরে নিহত দু’জনের স্বজনদের সঙ্গে দেখা করতে চাইলেন না মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতিনিধি। তিনি বলেছেন, সরকারি সম্পত্তি নষ্টকারীদের সঙ্গে কোনও সৌহার্দ্য নয়।

আপরদিকে, আবারও নরেন্দ্র মোদি সরকারকে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আন্দোলন বন্ধে দমন পীড়ন না করার আহ্বান জানান তৃণমূল নেত্রী। বলেন, এটি স্বতঃস্ফূর্ত আন্দোলন।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন