টপ পোষ্ট

গোদাগাড়ী সীমান্ত থেকে ২ জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ

0

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর নির্মলচর এলাকাস্থ বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে দুই জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাদের ধরে নিয়ে যায়।

পরে সন্ধ্যায় বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রেমতলী বিওপি ক্যাম্পে জানানো হয়েছে বলে জানান মাটিকাটা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য নয়ন আলী।

বিএফএফের হাতে আটক জেলেরা হলেন, উপজেলার প্রেমতলী কাঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে আব্দুর রহিম (৫৫) ও মৃত মোশাররফ হোসেনের ছেলে ওমর আলী (৩২)।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে নয়ন আলী বলেন, ‘পদ্মা নদীতে মাছ ধরে বাংলাদেশ সীমানার ভিতরে ফরহাদপুর সামাজিক বনায়নের পাশের নির্মলচর হয়ে বাড়ি ফিরছিল দুই জেলে। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভিতরে প্রবেশ করে তাদের ধরে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। সন্ধ্যায় তিনিসহ দুই জেলের পরিবারের সদস্যরা প্রেমতলী বিজিবি ফাঁড়িতে গিয়ে বিষয়টি জানানো হয়।’

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ বলেন, ‘দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তাদের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধি বিজিবিকে জানিয়েছে। বিএসএফ অনুপ্রবেশ করেছে নাকি, জেলেরা ভুল করে ভারতের সীমানায় চলে গিয়েছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে। এরপর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

তবে রাত ৮টা পর্যন্ত বিএসএফের সঙ্গে যোগাযোগ করা সম্ভাব হয়নি বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন