টপ পোষ্ট

মনগড়া কাহিনী তৈরি করা হচ্ছে, দাবি কোহলির!

0

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার রোহিত শর্মার দ্বন্দ্ব এখন চরমে। তাই দলটির ড্রেসিংরুমের অবস্থাও খুবই খারাপ। দেশটির ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত বিষয় এটি।

তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, দলের ড্রেসিংরুমের পরিবেশ যথেষ্টই ভালো। মোটেও অশান্তি নেই! এ ব্যাপারে তিনি বলেন, ‘বাইরে থেকে এই বিষয়ে অনেক কিছু শুনেছি। যদি আমাদের ড্রেসিংরুমে পরিবেশ ঠিকঠাকই না থাকে, তাহলে আমরা ওয়ানডেতে শীর্ষস্থান দখল করতে পারতাম না।’ তিনি আরো বলেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ ভালো আছে বলেই বিশ্বকাপে আমরা এত ভালো করেছি। যে ধরনের পারফরম্যান্স আমরা মেলে ধরেছি, তা কেবল বন্ধুত্ব, বিশ্বাস এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমেই আসা সম্ভব।’

রোহিতের সঙ্গে তাঁর দ্ব্ন্দ্বটা মিথ্যা বলে দাবি করেন কোহলি, ‘আমার মতে। এটা পুরোটাই নির্ভেজাল মিথ্যা। এমন ধরনের খবর পড়াটাই হাস্যকর। আমরা ক্রমাগত মিথ্যার আশ্রয় নিয়ে নিজেদের মনগড়া কাহিনী তৈরি করছি। এই বিষয়ে ব্যক্তিগত সম্পর্ক জড়িয়ে দেওয়াটা অশ্রদ্ধা।’

এই কদিন আগে রোহিত শর্মা ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে কোহলিকে ফলো করা বন্ধ করে দিয়েছিলেন। এর পর আনফলো করে দিয়েছেন আনুশকা শর্মাকেও।

বোর্ডের তরফ থেকে একজনকে প্রস্তাব দেওয়া হয়েছিল, যাতে তিনি নিজের অ্যাকাউন্টে লেখেন, ড্রেসিংরুমের পরিস্থিতি একদমই নির্ঝঞ্ঝাট। কোনো সমস্যা নেই।  কিন্তু সেই প্রস্তাব নাকি প্রত্যাখ্যান করে দেন রোহিত ।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা এ ব্যাপারে বলেন, ‘প্রত্যেকেই বুঝতে পারছে ক্রমশ চিন্তা গ্রাস করছে ড্রেসিংরুমকে। এর মধ্যে একজন ক্রিকেটারকে এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো বার্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তারপরও কোনো কিছু চোখে পড়েনি।’

বিশ্বকাপে ভারতের সমস্যার সূত্রপাত ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর থেকেই। হারের জন্য বোলারদের দায়ী করা হয়েছিল। সেই সময় বোলারদের মনে হয়েছিল, কেবল বোলিংকে এই হারের জন্য দায়ী করা উচিত হবে না। বোলারদের দিকে আঙুল তোলার আগে আরো কিছু বিষয়ে খতিয়ে দেখার প্রয়োজন ছিল।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন