টপ পোষ্ট

সাকিব-মিরাজদের সঙ্গে কাজ করতে মুখিয়ে ভেট্টোরি

0

মিরপুরে তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক। যাতে বেশ কয়েকটি বড় সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। যার একটি স্পিন কোচ হিসাবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়োগ প্রাপ্তি।

ভারতীয় স্পিন বোলিং সুনিল জোশির স্থলাভিষিক্ত করা হয় নিউজিল্যান্ডের কিংবদন্তিকে। তাকে ১০০ দিনের জন্য নিয়োগ দিচ্ছে বোর্ড। যার মেয়াদ শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে এবং শেষ হবে টি-২০ বিশ্বকাপে।

এদিকে বিসিবির সঙ্গে কথা পাকাপাকির সময় বাংলাদেশে এসে কাজ করার ব্যাপারে নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন ভেট্টোরি। এক বার্তায় টাইগার স্পিনারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বিসিবির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি মারফত জানা গেছে, বাংলাদেশের স্পিন কোচ হওয়ার ব্যাপারে ভেট্টোরি বলেন, ‘আমি অনেক লম্বা সময় ধরেই বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করেছি। সে দেশে সফর করে আমার দারুণ কিছু অভিজ্ঞতাও রয়েছে।’

এসময় ভেট্টোরি জানান সাকিব-মিরাজদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ হবেই বলে আশা করছেন তিনি। সাবেক কিউই অধিনায়কের ভাষ্যে, ‘বাংলাদেশ দল এখন উত্থানের পথে রয়েছে। এ দলে অনেক প্রতিভা ও অভিজ্ঞতা রয়েছে। সাকিব, মিরাজ, তাইজুলদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ হবে। এদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি আমি।’

স্পিন বোলিংকে বাংলাদেশ দলের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ঐতিহ্যগতভাবেই স্পিন বোলিংটা বাংলাদেশের সেরা শক্তি। আমি আশা করছি কোচ হিসেবে নিজের পুরো জ্ঞানটা দলের মাঝে ছড়িয়ে দিতে পারবো। যাতে করে খেলোয়াড়রা নিজেদের স্কিল বাড়াতে পারে এবং মাঠে বুদ্ধিমত্তার পরিচয় চৌকশ সিদ্ধান্ত নিতে পারে।’

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন