টপ পোষ্ট

‌’আমি হিন্দু ধর্মের অনুসারী হয়ে হজ্জে যেতে চাই’

0

 

 

 

 

 

 

মুসলিম না হিন্দু এই তর্কে বহুবার সমালোচিত হয়েছেন অভিনেত্রী নুসরাত। হিন্দু রীতিতে নিখিল জৈনকে বিয়ে করার পর থেকে রীতিমত হিন্দু ধর্মকেই অনুসরন করছেন।সম্প্রতি তিনি রথযাত্রাতেও অংশগ্রহন করেন এবং রথের সব নিয়ম যথারীতি পালন করেন। গত বৃহস্পতিবার মমতা ব্যানার্জির সঙ্গে ইস্কনের রথের রশি টানার হ্দিু ধর্মীয় রীতি পালন করেছেন বসিরহাটের সাংসদ নুসরাত। তবে এবার রথযাত্রায় নুসরাতের উপস্থিতি নিয়ে মুসলমান নয় প্রশ্ন তুললেন বিজেপি নেতা মুকুল রায়।

আন্তর্জাতিক ডেস্ক : তিনি গত শুক্রবার সাংবাদিকদের বলেন, নুসরাতকে নিয়ে গিয়ে রথের দড়ি টানিয়েছেন মমতা ব্যানার্জি। কারও ধর্মকে আঘাত করতে চাই না। কিন্তু মমতা ব্যানার্জির কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, আমি আমার ধর্মীয় অবস্থানকে না পাল্টে হজে যেতে চাই। মুখ্যমন্ত্রী ব্যবস্থা করুন। অর্থাৎ তিনি হিন্দু ধর্মের অনুসারী হয়ে হজ করতে মক্কা যেতে চান, সেটা সম্ভব কি না জিজ্ঞেস করেছেন তিনি।

তিনি আরও বলেন, মুসলমান ঘরের মেয়ে হয়ে হিন্দু ধর্মীয় রীতিনীতি কিভাবে মানছেন নুসরাত। এক ধর্মের অনুসারী হয়ে অন্য ধর্মের রীতিনীতি পালন করা অনুচিত ও অগ্রহণীয় বিষয়টাই জানান মুকুল রায়।

তবে এই ব্যাপারে নুসরাত বলেন, এই ধরনের বিষয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমার ধর্ম জানি। জন্ম থেকে আমি মুসলিম। এখনও তাই। এটা বিশ্বাসের ব্যাপার। হৃদয় দিয়ে অনুভব করতে হবে। ধর্মে এতো যুক্তি খুঁজলে হবে না।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন