টপ পোষ্ট

বিশ্বকাপে সাকিবের একাধিক কীর্তি

0

ফর্মের চূড়ায় থাকা সাকিব আল হাসান আফগানিস্তানের বিপক্ষে গড়লেন একাধিক মাইলফলক। সোমবার সাউদাম্পটনে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১ হাজার রানের কীর্তি গড়েছেন। এরপর বল হাতে তুলে নিয়েছেন ৫ উইকেট।

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসাবে গড়লেন এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি।

এদিন দুই উইকেট পেতেই বিরল এক কীর্তি গড়ে ফেলেছেন সাকিব। প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ৩০ উইকেটের ডাবল গড়লেন বাংলাদেশ অলরাউন্ডার।

আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে বিরল এই কীর্তি থেকে ৩৫ রান ও ২ উইকেট দূরে ছিলেন সাকিব। ব্যাট হাতে সাকিব এদিন ৫১ রানের ইনিংস খেলেছেন।

বিশ্বকাপে এর আগে সনাৎ জয়াসুরিয়ার ১ হাজার রান ও ২৫ উইকেটের ডাবলের কীর্তি ছিল। এদিন সাকিবের এক হাজার রান পূরণ হতেই জয়াসুরিয়ার কীর্তিতে ভাগ বসান সাকিব। আর ৩০ উইকেট পূরণ হতেই ইতিহাসে নাম ওঠে সাকিবের।

এই নিয়ে চতুর্থবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলছেন ৩২ বছর বয়সী সাকিব। এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন শীর্ষে। যেভাবে পারফরর্ম করে চলেছেন এটি ধরে রাখতে পারলে এবারের আসরে নিশ্চিতভাবেই টুর্নামেন্ট সেরার অন্যতম দাবিদার হবেন সাকিব।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন