টপ পোষ্ট

প্রধানমন্ত্রীর পরিকল্পনা বড়পর্দায় তুলে ধরবেন বাপ্পী চৌধুরী

0

 

 

 

 

 

 

 

প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনার ঢাকা কেমন হবে, তা বড়পর্দায় তুলে ধরবেন নায়ক বাপ্পী চৌধুরী। পরিচালক দীপঙ্কর দীপন নির্মাণ করতে যাচ্ছেন তাঁর নতুন চলচ্চিত্র ‘ঢাকা ২০৪০’। এই ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন বাপ্পী।

২০৪০ সালে কেমন হবে আমাদের এই প্রাণের শহর ঢাকা? ডিজিটাল প্রযুক্তির কতটুকু ছোঁয়া পাব আমরা? এমনি এক গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হচ্ছে জানিয়ে পরিচালক দীপঙ্কর দীপন বলেন, “প্রধানমন্ত্রীর ২০৪১ সালের পরিকল্পনাটা আমি পড়েছি, সেটি নিয়ে গবেষণা করেছি। তবে আমার এই ছবিটি ’৪১ সাল হওয়ার ঠিক আগের বছরের ছবি ‘ঢাকা ২০৪০’। ছবিটি নির্মাণ করতে ভারতের একটি টিমও কাজ করবে। কারণ, ভবিষ্যৎ তুলে ধরতে গেলে আমাদের গ্রাফিকসেরও সহযোগিতা নিতে হবে।”

বাপ্পী চৌধুরী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যে পরিকল্পনা করেছেন, সেটি আমি বড়পর্দায় তুলে ধরব। এটা আমার জন্য অনেক ভালো একটি খবর। এমন একটি চলচ্চিত্রের জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করেছি। আশা করি, এই ছবি দিয়ে নতুন বাপ্পীকে আবিষ্কার করবে সবাই। আমার জন্য দোয়া রাখবেন।’

বর্তমান প্রজন্মের নায়ক বাপ্পী চৌধুরীর বিপরীতে দেখা যাবে দুই নায়িকা অভিনেত্রী তিশা ও নুসরাত ফারিয়াকে।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেন, ‘বাপ্পী ও আমি একই জায়গা থেকে এসেছি। চলচ্চিত্রের জন্য ওর ভালোবাসা সত্যি প্রশংসার দাবিদার। নতুন এই ছবিটির জন্য বাপ্পী অনেক ঘাম ঝরিয়েছে। বাপ্পী তাঁর এই নতুন চলচ্চিত্রেরর জন্য কী কষ্ট করেছে, তা আমি নিজের চোখে দেখেছি। দিন-রাত নেই, সারাক্ষণ জিমে পড়েছিল নিজেকে নতুন করে নির্মাণ করার জন্য।’

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘আমরা ছাত্রলীগ সব সময় ভালো কাজের সঙ্গে থাকি এবং থাকব। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন চলচ্চিত্রবান্ধব মানুষ। আমরাও চলচ্চিত্র ভালোবাসি। আমরা এই চলচ্চিত্রটির সঙ্গে আছি।’

গতকাল ঢাকা ক্লাবে অনুষ্ঠিত মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ‘ঢাকা ২০৪০’ চলচ্চিত্রের নির্মাতা দীপংকর দীপন, অভিনেত্রী তিশা, চিত্রনায়ক বাপ্পীসহ আরো অনেকে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন