টপ পোষ্ট

রাজধানীর ৩৩৯৪ বস্তিতে থাকেন সাড়ে ৬ লাখ মানুষ

0

 

 

 

 

 

 

ঢাকার তিন হাজার ৩৯৪টি বস্তিতে ছয় লাখ ৪৬ হাজার মানুষ বসবাস করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে গতকাল রোববার স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক হাজার ৬৩৯টি বস্তিতে চার লাখ ৯৯ হাজার ১১ জন মানুষ বাস করে।

আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক হাজার ৭৫৫টি বস্তিতে এক লাখ ৪৭ হাজার ৫৫ জন মানুষের বসবাস।

‘বস্তিশুমারি-২০১৪’-এর বরাত দিয়ে মন্ত্রী আরো বলেন, উত্তর সিটিতে মোট খানা এক লাখ ৩৫ হাজার ৩৪০টি। অন্যদিকে, দক্ষিণ সিটিতে খানা ৪০ হাজার ৫৯১টি।

তাজুল ইসলাম বলেন, বস্তিতে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন