টপ পোষ্ট

তামিমের সহজ স্বাীকারোক্তি

0

 

 

 

 

 

 

 

বিশ্বকাপে দলের তিন ম্যাচে সর্বসাকুল্যে তামিম ইকবালর সংগ্রহ ৫৯। অথচ টাইগার দলের পুরোদস্তর ব্যাটিং লাইনআফ তার কাঁধে চড়েই ছুটছে বহুকাল। সে হিসাবে আহামরি ব্যাটিং শৈলী উপহারে ব্যর্থ তামিম। যে কারণে ভীষণ চাপে পড়েছেন তিনি।

বৃহস্পতিবার ক্রিকেট বিষয়ক জনপ্রিয় স্পোর্টস ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, নিজের ওপর চাপ সৃষ্টি করেই বিপদে তিনি।

তিনি আরো বলেছেন, ‘সত্যি কথা বলতে, এর সঙ্গে অনুশীলনের কোনো সম্পর্কই নেই। পরের খেলা দু`টোয় আমার শট নির্বাচনে ত্রুটি ছিল, মানছি। তবে আমার ওই দুটো ইনিংস যদি আবার দেখেন, তাহলে দেখবেন যে, গোটা ইনিংসে ওই আউট হওয়ার বলটা ছাড়া কিন্তু আর কোনও ভুল করিনি।

তবে তামিম মনে করেন এসব খেলারই অংশ বিশেষ, ‘ক্রিকেট খেলায় এগুলো তো মেনে নিতেই হবে। এই ভুলগুলোর থেকেই আমি শিক্ষা নিচ্ছি, যাতে পরের খেলাগুলোয় বড় রান করতে পারি। বিশ্বের সবচেয়ে বিষাক্ত কিছু বোলিংয়ের বিরুদ্ধে আমার বড় স্কোর আছে, তাই আবার না করতে পারার কোনও কারণ নেই। কিন্তু আমরা যেমন চাই, জীবন তো সবসময় সেই পথে চলে না।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন