টপ পোষ্ট

ভিসা না পাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েছেন দুই বাঘ

0

 

 

 

 

 

 

বাংলাদেশের ম্যাচগুলোতে স্টেডিয়ামে থেকে দু’জন আইকনিক সমর্থক সবসময় অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছেন টাইগারদের। নিজেদেরকে বাঘের রঙে রাঙিয়ে পতাকা হাতে গ্যালারিতে ছুটে যান দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে। কিন্তু চলমান বিশ্বকাপে ভিসা জটিলতায় মাঠে যাওয়া এখনও অনিশ্চিত দুই নিখাদ ভক্তের।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ইংল্যান্ড যাওয়া নিয়ে তোড়জোড় ছিল দুই জনপ্রিয় ক্রিকেট ভক্তের। তবে দুজনের কেউই এখনো ভিসা পাননি। তাই ইংল্যান্ডও যাওয়া হচ্ছে না, মাঠে বসে মাশরাফি বিন মুর্তজার দলের জন্য গর্জন করা হচ্ছে না স্বপ্নের বিশ্বকাপে।

দীর্ঘ সময় অপেক্ষার পর সোমবার (১০ জুন) ভিসা পেয়েছেন টাইগার শোয়েব। কিন্তু এখনো ভিসা হাতে আসেনি তার। তাও নতুন করে আবারো আবেদন করছেন। এবার আবেদন করলে ভিসা পেলেও তা কবে নাগাদ পাবেন এ নিয়ে আছে সন্দেহ। বিশ্বকাপে আজই (১১ জুন) নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে প্রায় এক মাস ধরে আটকে আছে টাইগার মিলনের পাসপোর্টই। জটিলতা এড়াতে দুই ভক্তই এখন বারবার ছুটে যাচ্ছেন ভিসা সেন্টারে।

ভিসা না পাওয়ায় কারো প্রতি অবশ্য অভিযোগ নেই তাদের। দোষারোপ করছেন ভাগ্যকেই। বিশ্ব ক্রিকেটের নজর কেড়ে নিলেও এখনো দুই আইকনিক টাইগার সমর্থক ইংল্যান্ডের ভিসা না পাওয়ায় হতাশা কাজ করছে দেশের ক্রিকেট আঙিনাতেও।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন