টপ পোষ্ট

শ্রীলংকার গোয়েন্দা প্রধান বরখাস্ত

0

 

 

 

 

 

 

ইস্টার সানডে বোমা হামলার ঘটনায় তদন্ত প্রতিহতে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান সিসিরা মেন্ডিসকে বরখাস্ত করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

পাশাপাশি হামলার ওই ঘটনায় নিরাপত্তা ত্রুটি নিয়ে সংসদীয় তদন্ত কমিটিকে সহায়তা না করার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

২১ এপ্রিলের এ ভয়াবহ হত্যাযজ্ঞ তদন্তে সংসদীয় বাছাই কমিটির বিরোধিতা করে শুক্রবার রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন সিরিসেনা।

ইস্টার সানডের ওই বোমা হামলায় অন্তত ২৫৮ জন নিহত ও আরও প্রায় ৫০০ জন আহত হন। দেশটির মন্ত্রিসভার একটি সূত্র এএফপিকে বলেন, কমিটির কাছে দেশটির পুলিশ, সেনা অথবা গোয়েন্দা কর্মকর্তাদের সাক্ষ্য না দেয়ার নির্দেশ দিয়েছেন সিরিসেনা। তবে সংসদীয় তদন্ত কমিটি স্থগিত করতে রাজি হয়নি সরকার।

ভয়াবহ এ হামলার পর দেশটিতে কয়েক দফা সাম্প্রদায়িক দাঙ্গাবাধে। হামলার দায় মুসলিমদের উপর চাপিয়ে দেয় বৌদ্ধ সন্ন্যাসী ও খ্রিষ্টানরা। মুসলিমদের বাড়ি-ঘর, দোকান, মসজিদেও হামলা ও ভাঙচুর করে তারা।

গেল সপ্তাহে পদত্যাগে বাধ্য করা হয়  মুসলিম মন্ত্রীদের। এমন পরিস্থিতিতে সংসদীয় তদন্ত কমিটিকে সহায়তা না করা ও গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করা সিরিসেনার জন্য কতটুকু ইতিবাচক ফল নিয়ে আসে তাই দেখার বিষয়।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন