টপ পোষ্ট

মাঠের আকার সমস্যায় ফেলেছে বাংলাদেশ দলকে

0

 

 

 

 

 

 

কার্ডিফে বাংলাদেশের বড় ব্যবধানে হারে উঠেছে অনেক প্রশ্ন। ১০৬ রানে ইংল্যান্ডের কাছে হার নিয়ে হচ্ছে ময়না তদন্ত। কার্ডিফে পা রেখে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে বাংলাদেশ দল মাঠে অনুশীলনের সুযোগ পায়নি।এটাও কারন হয়ে দাঁড়িয়েছে।

তবে বাংলাদেশ দলকে নাকি বিভ্রান্তিতে ফেলেছে কার্ডিফের মাঠের আকার। সেটাই বোলিং-ব্যাটিংয়ে বাংলাদেশ দলকে ফেলেছে বিভ্রান্তিতে,এমনটাই জানিয়েছেন সাকিব এবং মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন-‌‌`মাঠের দিকে যদি দেখেন তাহলে সোজা দিকটা খুব ছোট।

আমাদের যারা বোলার তারা ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে না, যারা স্লোয়ার, বাউন্সার ব্যবহার করে সাইড বাউন্ডারিটা ব্যবহার করতে পারবে। আমাদের যারা বোলার আছে, তাদের বিপক্ষে সোজা বেশি মারবে এটাই স্বাভাবিক। যেহেতু সোজা বাউন্ডারিটা ছোট,তাই আমাদের জন্য কঠিন হয়ে যায়। গ্রাউন্ডের ডায়মেনশনটা আমাদের পক্ষে অবশ্যই ছিল না। আমাদের বোলারদের জন্য গ্রাউন্ডের ডায়মেনশন যেমন হওয়া দরকার তেমন ছিল না। এই কয়েকটা নেতিবাচক সাইডও আমাদের ছিল।`

মিরাজ সঙ্গে যোগ করেছেন সকালের বাতাস- বাউন্ডারি লাইন স্ট্রেইট ছোট, মিড উইকেট বাউন্ডারি বড় ছিল।আজকে একটু বেশি প্রবলেম হয়েছে, বাতাস ছিল। বাউন্ডারিটা একটু ছোট, মিড উইকেটটা একটু বড়।`

ফিল্ডিং ভাল হয়নি, ওভার থ্রো তে চার রান পর্যন্ত হয়েছে। দৌড়ে ৪ রান নেয়ার মতো ঘটনাও দেখেছে সমর্থকরা। ৩৩০ রানের মধ্যে ইংল্যান্ডকে আটকাতে না পারার দায়টা ফিল্ডিং-বোলিংয়ের, তার সঙ্গে দ্বিমত করছেন না মিরাজ-‌ `তিনশ` রান হলে একটা সুযোগ নিতাম, ওরা ৪০টা বেশি রান নিয়েছে। বাতাস ছিল মাঠে এটা বড় , বোলাররা যদি পাঁচ,ছয় রান করে সেভ করতো তাহলে ৩৩০`র মধ্যে আটকাতে পারতাম।বাংলাদেশ যখনই জেতে, তখনই ওভারঅল সব কিছু ভাল হয়। ফিল্ডিং যতোটা সাধ্য আছে ততোটা ভাল করার চেস্টা করব।`

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন