টপ পোষ্ট

জটিলতা কাটিয়ে ঈদে মুক্তি পাচ্ছে ‘নোলক’

0

 

 

 

 

 

 

‘নোলক’ নিয়ে অনেকদিন ধরে চলছে নানান ঝুট ঝামেলা। এ নিয়ে বেশ সরগম চলছে চলচ্চিত্র পাড়ায়। সিনেমাটিকে নিয়ে চলছিলো টানাটানি, যার জন্য দ্বারস্থ হতে হয় আদালতের কাঠগড়ায়। এখন প্রাথমিকভাবে সকল আইনি জটিলতা কাটিয়ে ছবিটি ঈদুল ফিতরেই মুক্তি পাচ্ছে। 

এর আগে ছবির পরিচালক হিসেবে নিজের নাম ফিরে পাওয়া এবং ছবি মুক্তির স্থগিতাদেশ ও সেন্সর সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রযোজকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছিলেন নির্মাতা রাশেদ রাহা। ২৯ মে, বুধবার মামলা দুটির শুনানি হয়েছে। সিনেমা মুক্তির বিষয়ে যে স্থগিতাদেশ চেয়েছিলেন রাশেদ রাহা সেটি খারিজ করে দিয়েছে আদালত। এ ছাড়া সেন্সর সার্টিফিকেটের বৈধতা নিয়ে মামলাটি শুনানির জন্য ঈদের পরে নতুন দিন ধার্য করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্মাতা রাশেদ রাহা ‘নোলক’ ছবিটির প্রযোজক সাকিব সনেটের বিরুদ্ধে প্রতারণার যে অভিযোগ তুলে আদালতে মামলা করেছিলেন সেটিকে আদালত ভিত্তিহীন হিসেবে মন্তব্য করেছে। এরপর মামলার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারার কারণে ছবিটির স্থগিতাদেশ না মঞ্জুর করেছে আদালত।

এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ ছবির শুটিং শুরু হয়। টানা ২৮ দিন শুটিং শেষে ইউনিট নিয়ে দেশে ফেরার পর ছবির পরিচালক রাশেদ রাহার সঙ্গে প্রযোজক সনেটের দ্বন্দ্ব শুরু হয়। এ কারণেই ছবির নির্মাণকাজ কয়েকবার পিছিয়ে যায়। পরে রাশেদ রাহাকে সরিয়ে দিয়ে পরিচালকের ভূমিকায় আসেন প্রযোজক নিজেই। এ নিয়ে জটিলতা আরও প্রকট হয়। পরবর্তীতে ২০১৮ সালের ২২ জুলাই ফের কলকাতায় ছবির শুটিং শুরু হয়। এরপর নানান জটিলতার মধ্য দিয়ে ছবিটির কাজ শেষ হয়।

ছবিটির প্রযোজক সাকিব সনেট বলেন, ‘নানা জটিলতা কাটিয়ে নোলক ছবিটি ঈদুল ফিতরেই মুক্তি পাচ্ছে। তারা যে অভিযোগ দাখিল করেছিলো তার প্রমাণ দিতে আদালতে ব্যর্থ হয়। যার ফলস্বরূপ আদালত `নোলক` সিনেমাকে মুক্তি দিতে কোনো প্রকার বাধা নিষেধ আরোপ করেনি। দর্শকদের আমি ভরসা দিচ্ছি, ছবিটা তাদের ভালো লাগবে।’

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, ববি হক, মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ। ‘নোলক’ ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য নির্মাণ করেছেন ফেরারি ফরহাদ। ছবিটি প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন