টপ পোষ্ট

পুনরায় বাজারজাতের অনুমতি পেল ৩ পণ্য

0

 

 

 

 

 

 

বিএসটিআই এর পরীক্ষায় নিম্নমান প্রমাণিত হওয়ায় বাজার থেকে তুলে ধ্বংসের নির্দেশ দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২ টি পণ্যের মধ্যে তিনটি পুনরায় বাজারজাতের অনুমতি পেয়েছে।

পণ্য তিনটি হলো- এসিআই লবণ, নিউজিল্যান্ড ডেইরির ডুডলস নুডলস এবং প্রাণের গুঁড়া হলুদ।

এ ব্যাপারে বিএসটিআই উপপরিচালক রিয়াজুল হক জানান, স্থগিতাদেশের পর প্রায় সব কোম্পানি নিজ নিজ পণ্যের মান পুনঃপরীক্ষার মাধ্যমে সংশোধনের উদ্যোগ নেয়। গত সপ্তাহ থেকে নিষিদ্ধ পণ্যগুলো মান পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দফায় এসিআইর লবণ, নিউজিল্যান্ড ডেইরির ডুডল ও প্রাণের কারি পাউডার নির্ধারিত মানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ কারণে এগুলোর স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সংশোধনের জন্য জমা হওয়া সবগুলো পণ্যের মান পরীক্ষা করা হবে।

এর আগে গত ১২ মে বিভিন্ন ব্রান্ডের ৫২টি নিম্নমানের পণ্য বাজার থেকে সরাতে বিএসটিআইকে নির্দেশ দেন হাইকোর্ট।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন