টপ পোষ্ট

‘জীবনে শর্টকাট বলে কিছু নেই’, ছেলেকে বললেন শচীন

0

 

 

 

 

 

‘জীবনে যাই করো না কেন, কখনো শর্টকাট রাস্তা ধরো না।’ কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে উপদেশ দিয়েছিলেন তাঁর বাবা রমেশ টেন্ডুলকার। সময়ের পরিক্রমায় শচীন নিজে এখন দুই সন্তানের জনক। ছেলে অর্জুন টেন্ডুলকার হেঁটেছে বাবার পথেই। আর নিজের ছেলেকেও ঠিক একই উপদেশ দিলেন ক্রিকেটের মাস্টার ব্লাস্টার। ছেলেকে জানালেন, শর্টকাটে কখনো সাফল্য আসে না।

ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ নিউজ জানিয়েছে, আইপিএল শেষ হওয়ার পর ভারতের বিভিন্ন রাজ্যে এখন চলছে টি-টোয়েন্টি লিগ। এগুলোর মধ্যে অন্যতম হলো টি-টোয়েন্টি মুম্বাই লিগ। আকাশ টাইগার্স ওয়েস্টার্ন সাবার্ব ফ্র্যাঞ্চাইজির হয়ে এই টুর্নামেন্টে খেলছেন শচীন-পুত্র অর্জুন। পারফরম্যান্সও বেশ ভালো। গত শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিতে খেলেছে অর্জুনের দল।

ছেলেকে বড় ম্যাচে চাপ সামলানোর তরিকা বাতলেছেন কি না এমন প্রশ্নে শচীন বলেন, ‘আমি কখনোই কোনো কিছু ওর ওপর জোর করে চাপিয়ে দিই না। ক্রিকেট খেলার জন্যও অর্জুনকে আমি চাপ দিইনি। আগে ও ফুটবল খেলত। পরে দাবায় ওর আগ্রহ জন্মায়। আর এখন ক্রিকেট খেলছে।’

শচীন আরো বলেন, ‘আমি অর্জুনকে বলেছি, জীবনে শর্টকাট বলে কিছু নেই। সাফল্যের একটাই চাবিকাঠি, তা হলো কঠোর পরিশ্রম।’

‘প্রতিনিয়ত শেখা ও নিজেকে শাণিত করা খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি চলমান প্রক্রিয়া,’ যোগ করেন শচীন।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন