টপ পোষ্ট

সুপার ফ্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন টাইগার ক্রিকেট ভক্ত শোয়েব

0

 

 

 

 

 

 

 

মাঠের ক্রিকেট যখন ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল, তখন গ্যালারিতে বাঘ সেজে পতাকা উড়িয়ে, চিৎকার করে উৎসাহ দিয়ে থাকেন শোয়েব আলী। এবার সেই তিনিই পাচ্ছেন ভারতের গ্লোবাল স্পোর্টস ফ্যান অ্যাওয়ার্ড ২০১৯। প্রথমবারের মতো এ পুরষ্কারটি আরও পাবেন চারজন।

শোয়েবের সঙ্গে গ্লোবাল স্পোর্টস ফ্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন শচীন টেন্ডুলকারের ভক্ত সুধীর কুমার গৌতম, বিরাট কোহলির ভক্ত সুখমুর কুমার, পাকিস্তানের চাচা ক্রিকেট নামে খ্যাত আব্দুল জলিল এবং শ্রীলঙ্কার গায়ান সেনানায়েকে। আগামী ১৪ জুন ম্যানচেস্টারে এ পুরষ্কার তাদের হাতে তুলে দেবে আয়োজকরা।

গ্লোবাল স্পোর্টস ফ্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন। ব্যাপারটি শুনে দারুণ খুশি শোয়েব, ‘এটা অবশ্যই আমার জন্য গৌরবের। খুব ভালো লাগছে। তাও আবার ইংল্যান্ডে আমাকে এ পুরষ্কার দেয়া হবে। তবে এ কৃতিত্ব আমার নয়। কারণ বাংলাদেশ দল আছে বলেই আমি আছি। বাংলাদেশ ভালো খেলে বলেই আজকে আমাকে সবাই চিনেছে।’

পুরস্কার পেলেও শোয়েবের কাছে বাংলাদেশ দলই বড়। টাইগাররা ভালো খেললেই আরও বেশি খুশি হন তিনি, ‘পুরষ্কার পেলে অবশ্যই ভালো লাগে। কিন্তু বাংলাদেশ দল ভালো খেললে আরও বেশি ভালো লাগে। মাঠে যখন জয় পাই তখনই আমি পুরষ্কার পেয়ে যাই।’

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন