টপ পোষ্ট

এবিপি-নিয়েলসন বলছে জিতছেন মিমি-নুসরতরা, তালিকা একনজরে

0

 

 

 

 

 

ভোট প্রচারের শুরু থেকেই তৃণমূলের লক্ষ্য ছি ৪২-এ ৪২। কিন্তু বুথ ফেরত সমীক্ষা সেই হিসেব উল্টে দিয়েছে অনেকটাই। মোটামুটি সার্বিকভাবে সব সমীক্ষাই বলছে রাজ্যে বিজেপির আসন ১০-এর বেশি। ইন্ডিয়া টুডে-র সমীক্ষায় বিজেপি ২৩ টি পর্যন্ত আসন পেতে পারে। সেখানে তৃণমূলের সর্বাধিক আসন হতে পারে ২২। স্বাভাবিকভাবেই এই হিসেব ঘুম ছুটিয়েছে তৃণমূল শিবিরের।

যত সম্ভব বেশি আসন নিয়ে মহাজোটের পথে যাবে তৃণমূল, এমনটাই আশা। কিন্তু সমীক্ষায় ৪২ হওয়ার সম্ভাবনা কম। এবিপি-নিয়েলসন সমীক্ষায় ১৬টি আসনে এগিয়ে থাকছে বিজেপি। আর তৃণমূল পেতে পারে ২৪টি আসন।

তালিকায় কারা আছে দেখে নিন একনজরে:

১. জলপাইগুড়ি- সম্ভাব্য জয়ী তৃণমূল (বিজয় চন্দ্র বর্মন)

২. রায়গঞ্জ- সম্ভাব্য জয়ী তৃণমূল (কানাই লাল আগরওয়াল)

৩. জঙ্গিপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল (খলিলুর রহমান)

৪. কৃষ্ণনগর- সম্ভাব্য জয়ী তৃণমূল (মহুয়া মৈত্র)

৫. বনগাঁ- সম্ভাব্য জয়ী তৃণমূল (মমতা বালা ঠাকুর)

৬. ব্যারাকপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল (দীনেশ ত্রিবেদী)

৭. উলুবেড়িয়া- সম্ভাব্য জয়ী তৃণমূল (সাজদা আহমেদ)

৮. শ্রীরামপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল (কল্যান বন্দ্যোপাধ্যায়)

৯. তমলুক- সম্ভাব্য জয়ী তৃণমূল (দিব্যেন্দু অধিকারী)

১০. কাঁথি- সম্ভাব্য জয়ী তৃণমূল (শিশির অধিকারী)

১১. ঘাটাল- সম্ভাব্য জয়ী তৃণমূল (দীপক অধিকারী)

১২. বর্ধমান-দুর্গাপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল (বিজয় চন্দ্র বর্মন)

১৩. আসানসোল- সম্ভাব্য জয়ী তৃণমূল (মুনমুন সেন)

১৪. বোলপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল (অসিত কুমার মাল)

১৫. বীরভূম- সম্ভাব্য জয়ী তৃণমূল (শতাব্দী রায়)

১৬. বারাসাত- সম্ভাব্য জয়ী তৃণমূল (কাকলি ঘোষ দস্তিদার)

১৭. বসিরহাট- সম্ভাব্য জয়ী তৃণমূল (নুসরত জাহান)

১৮. জয়নগর- সম্ভাব্য জয়ী তৃণমূল (প্রতিমা মন্ডল)

১৯. মথুরাপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল (চৌধুরি মোহন জাটুয়া)

২০. ডায়মন্ড হারবার- সম্ভাব্য জয়ী তৃণমূল (অভিষেক বন্দ্যোপাধ্যায়)

২১. যাদবপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল (মিমি চক্রবর্তী)

২২. কলকাতা দক্ষিণ- সম্ভাব্য জয়ী তৃণমূল (মালা রায়)

২৩. কলকাতা উত্তর- সম্ভাব্য জয়ী তৃণমূল (সুদীপ বন্দ্যোপাধ্যায়)

২৪. দমদম- সম্ভাব্য জয়ী তৃণমূল (সৌগত রায়)

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন