টপ পোষ্ট

অ্যাপলের ডাউনলোডের তালিকায় সেরা ইউটিউব ও ফোর্টনাইট

0

চলতি বছর আইফোন ও আইপ্যাড থেকে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপের তালিকার শীর্ষে রয়েছে ইউটিউব। এর পরই রয়েছে ব্যবহারকারীদের তথ্য ফাঁস বা প্রকাশের অভিযোগে বছরজুড়ে সমালোচনার মুখে থাকা ফেইসবুকের মালিকানাধীন অ্যাপ ইনস্টাগ্রাম।

তালিকায় তৃতীয় থেকে পঞ্চম স্থানে থাকা অ্যাপগুলো হলো স্ন্যাপচ্যাট, মেসেঞ্জার ও ফেইসবুক। এরপর রয়েছে যথাক্রমে বিটমজি, নেটফিক্স, গুগল ম্যাপস, জিমেইল ও স্পটিফাই।

সবচেয়ে বেশিবার ডাউনলোড করা গেইমের তালিকার শুরুতেই রয়েছে ‘ফোর্টনাইট’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘হেলিক্স জাম্প’ এবং ‘রাইজ আপ’।

এ ছাড়া আইফোনের গেইম অব দ্য ইয়ার হয়েছে ‘ডোনাট কাউন্টি’। আইপ্যাড অ্যাপ অব দ্য ইয়ার হয়েছে অগমেন্টেড রিয়ালিটি গেইম ‘ফ্রগিপিডিয়া।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন