টপ পোষ্ট

শিশি ভর্তি মল নিয়ে বক্তৃতার মঞ্চে হাজির বিল গেটস!

0

তিনি মানেই চমক। তাঁর শুধু বক্তব্য নয়, নানা রকম মজার উপাদান নিয়ে হাজির হওয়াও উপভোগ করে মানুষ। পৃথিবীর সবচেয়ে বিত্তশালী ব্য়ক্তির রসবোধও তারিফ করার মতো। কিন্তু এবার যেন সব ছাড়িয়ে গেলেন তিনি। টয়লেটের প্রয়োজনীয়তা বিষয়ক একটি আলোচনা সভায় বক্তা হিসেবে চীনে গিয়েছিলেন বিল গেটস। আর সেখানেই বক্তৃতার মঞ্চে শিশি ভর্তি মল নিয়ে হাজির হলেন তিনি!

এর আগে ক্যালিফোর্নিয়ার একটি সভায় ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সম্মেলন কক্ষে মশা ছেড়ে দিয়েছিলেন তিনি। সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরে জানা যায়, সেগুলি জীবানুমুক্ত ছিল।

তবে চীনের ঘটনা এই সব কিছুর উর্দ্ধে। ডায়াসের ওপর মল ভর্তি ওই শিশি রেখে তিনি বলতে থাকেন, ‘সকলের জন্য শৌচালয় নির্মাণ করতে না পারলে পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে উঠবে। সাফ এবং জীবাণুমুক্ত শৌচালয় না থাকলে মহামারি দেখা দেবেই। প্রগতিশীল দেশগুলিতে প্রতিবছর ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েডে আক্রান্ত হয়ে ৫ বছরের কম বয়সী ৫ লাখ শিশুর মৃত্যু হয়। বেঁচে থাকার মৌলিক উপাদান বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থানই বুঝি আমরা। এবার তাতে জায়গা পাক শৌচালয়ও।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন